স্টাফ রিপোর্টার: সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের উদ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তর করবে। শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের ৪ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ৯০০ শেয়ার হস্তান্তর করতে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিমিটেড।


শামীম এন্টারপ্রাইজ শেয়ার সী পার্ল সুন্দরবন ইকো রিসোর্ট লিমিটেডের কাছে হস্তান্তর করবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ এ তথ্য প্রকাশ করেছে।
নিয়মানুসারে ডিএসইর চিঠি ইস্যু-পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উল্লিখিত শেয়ার হস্তান্তর করা হবে।


২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সী পার্ল বিচ রিসোর্টের মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৭ লাখ ৫০ হাজার।
কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৪৬ দশমিক ৮৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৭ দশমিক ১৯ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ২৫ দশমিক ৯৮ শতাংশ শেয়ার রয়েছে।


ডিএসইতে বৃহস্পতিবার কোম্পানির শেয়ারপ্রতি দর ছিল ২৯৩ টাকা।