স্টাফ রিপোর্টার: রানার অটোমোবাইলস তাদের উৎপাদনের উদ্যোগকে থ্রি-হুইলার প্রস্তুতেও বিস্তৃত করেছে। এই প্রথমবারের মতো দেশে বিকশিত কোম্পানিটি সিএনজি এবং এলপিজি চালিত তিন চাকার যান প্রস্তুতে বিনিয়োগ করবে।
বাজাজ ব্র্যান্ডের থ্রি হুইলারগুলো প্রস্তুত করা হবে ময়মনসিংহের ভালুকার কারখানায়।
কারখানা স্থাপনে ব্যয় হয়েছে ৩০০ কোটি টাকা। বার্ষিক প্রায় ৩০ হাজার ইউনিট উৎপাদনের সক্ষমতা নিয়ে এটি যাত্রা শুরু করেছে। এই সক্ষমতা দিয়ে স্থানীয় চাহিদার পুরোটাই মেটাতে পারবে।
ফলে দেশের বাজারে বাজাজ ব্র্যান্ডের থ্রি হুইলার সরাসরি আমদানির বিকল্প হিসেবে এই কারখানা কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দেশের প্রথম এই থ্রি-হুইলার প্রস্তুতকারক কারখানা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে আরও তিন সংসদ সদস্য, বিডার নির্বাহী চেয়ারম্যান, বাজাজ অটো’র প্রসিডেন্ট কে এস গৃহপাঠিসহ অন্যান্য শীর্ষ শিল্পোদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
মুম্বাইভিত্তিক বাজাজ অটো থ্রি হুইলার উৎপাদনে বিশ্বের প্রথম সারির একটি প্রতিষ্ঠান, বাংলাদেশে তাদের বাজার দখল ৯০ শতাংশের বেশি।
রানার জানিয়েছে, দেশে চেসিস, বডি ওয়েল্ডিং, পেইন্টিং, টেস্টিং, ইঞ্জিন ও যান সংযোজনের মাধ্যমে এই কারখানা প্রায় ৭০ শতাংশ মূল্য সংযোজন করবে স্থানীয় অর্থনীতিতে।
এছাড়া, লাস্ট মাইল ভেহিকেল– বা স্বল্প পাল্লার দূরত্বের ছোট হালকা যানবাহনের দাম কমাতেও এই কারখানা অবদান রাখবে।
কয়েক দশক ধরে রানারের আমদানি করা থ্রি-হুইলার যানের ডিস্ট্রিবিউটর হলো- উত্তরা মোটরস। তারা স্থানীয়ভাবে উৎপাদিত সিএনজি চালিত থ্রি-হুইলার বিক্রি করবে।
অন্যদিকে, রানার এলপিজি চালিত যানের বিপণন করবে।
থ্রি-হুইলারের এই কারখানায় প্রাথমিক পর্যায়ে ৩০০ জনের কর্মসংস্থান রয়েছে। বেশিরভাগ কর্মীই কারিগরি খাতগুলোতে চাকরি পেয়েছে।