Homeফান্ডামেন্টাল ডিটেইলসটপপটেন গেইনারের তালিকায় ঘাটতি

টপপটেন গেইনারের তালিকায় ঘাটতি

স্টাফ রিপোর্টার: সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। বৃহস্পতিবার কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে অর্ধশত কোম্পানির দরপতন হয়েছে। আর দর অপরিবর্তিত রয়েছে আরও বেশি কোম্পানির। ফলে ডিএসইর টপেটেন গেইনার তালিকা পূর্ণ হয়নি।

বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। শেয়ারপ্রতি দর ৪০ পয়সা বা ১.০২ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

LankaBangla securites single page

তথ্য অনুযায়ী, কোম্পানির শেয়ার ৩৫ বারে ৬ হাজার  ৪৪৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ টাকা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানির শেয়ার দর বেড়েছে ২ টাকা ৭০ পয়সা বা ৯৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ  ২৮৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানির শেয়ারদর শেয়ার ১ টাকা ২০ পয়সা বা ৮৩ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৪৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী ব্যাংক, বার্জার পেইন্টস, ন্যাশনাল টি ও বিডি ল্যাম্পস।

ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২১ শতাংশ বা ১৩.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৫.১১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৫.৮৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২২১.৩৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭ টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৪টির। অর্থাৎ পুঁজিবাজারে ২.২৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

সারাদিনে ডিএসইতে ৩ কোটি ১৬ লাখ ২১ হাজার ৭৪টি শেয়ার ৪৭ হাজার ১০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২২২ কোটি ৯৯ লাখ ৪২ হাজার টাকা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত