স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টা থেকে দুই ঘন্টারও বেশি সময় বিভ্রাটের পর, আবারও সচল হয়েছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক।
বেলা ২টার দিকে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার বলেন, গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ এলাকায় সড়ক রক্ষণাবেক্ষণের কাজের সময় ফাইবার কাটা পড়ার কারণে আমাদের বেশকিছু গ্রাহক সংযোগ সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে সমস্ত সমস্যা সমাধান করা হয়েছে।
এর আগে, জিপি সিম ব্যবহারকারীরা দেশের বেশকিছু জায়গায় থেকে নেটওয়ার্ক পাচ্ছেন বলে অভিযোগ করেছিলেন। মোবাইল নেটওয়ার্ক একেবারেই কাজ করছে না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন অনেকে। কল করতে এবং এসএমএস পাঠাতে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তারা।
এ বিষয়ে খায়রুল বাশার জানান, ফাইবার অপটিকাল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্বসহকারে কাজ করে যাচ্ছে।
জিপির আরেক কর্মকর্তা বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে সড়ক সংস্কার কাজের সময় টাঙ্গাইল ও সিরাজগঞ্জের ৩টি স্থানে ফাইবার তার কাটা পড়ে। আমরা যত দ্রুত সম্ভব সমস্যাটি সমাধানের চেষ্টা করছি।”
এদিকে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) গ্রামীণফোনকে এক চিঠিতে নেটওয়ার্ক পুনরুদ্ধার এবং এর পরিষেবাগুলো পুনরায় চালু হতে কত সময় লাগবে সে বিষয়ে জানতে চায়।
জবাবে গ্রামীণফোন জানায়, ঘন্টা দেড়েকের মধ্যেই নেটওয়ার্ক আবার চালু হবে।
নেটওয়ার্কে হঠাৎ এমন বিঘ্ন ঘটায় চরম বিপাকে পড়েন জিপি সিম ব্যবহারকারীরা। মোবাইল নেটওয়ার্কসহ ইন্টারনেট পরিষেবা- সবকিছু থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েন তারা।
ফলে এ সময় যোগাযোগের জন্য অনেকেই নির্ভর করছিলেন ভিন্ন কোম্পানির মোবাইল সিম এবং ওয়াইফাই ইন্টারনেট সংযোগের ওপর।
গ্রাহকদের জন্য মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে না পারায় গেল বছরের জুনে, জিপির সিম কার্ড বিক্রির ওপর অনির্দিষ্টকালের স্থগিতাদেশ জারি করেছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
পরবর্তীতে, একই বছর সেপ্টেম্বরে অব্যবহৃত স্থগিত নম্বরগুলোর বিপরীতে গ্রামীণফোন কোম্পানিকে সিম কার্ড বিক্রির অনুমতি দেয় কর্তৃপক্ষ।
নভেম্বরে আবারও জিপির অব্যবহৃত পূর্ব-অনুমোদিত সিম বিক্রির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে বিটিআরসি। দেশের শীর্ষস্থানীয় এই টেলিকম কোম্পানির পুরানো সিম কার্ড পুনর্ব্যবহার করাসহ নতুন বিক্রির ওপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
তবে চলতি বছরের ৩ জানুয়ারি জিপি সিম কার্ড বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় সরকার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।