সকল মেনু

চার কারণে ৬ গুণ বেড়েছে বিদেশিদের শেয়ার বিক্রি

মাহফুজুল ইসলাম: দেশের পুঁজিবাজারে এখন ৬৩ হাজার বেনিশিফিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টধারী বিদেশি বিনিয়োগকারী রয়েছেন। তারা মাসখানেক শেয়ার কেনার পর গত ডিসেম্বর থেকে আবারও শেয়ার বিক্রি শুরু করেছেন।

সেই ধারাবাহিকতায় চলতি বছরের জানুয়ারি মাসে তাদের শেয়ার বিক্রির হিড়িক পড়েছে। এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে ‘ব্লক মার্কেটে কম দামে পার্টি অ্যারেঞ্জ (ঠিক) করে শেয়ার কেনার চেয়ে বিক্রি করেছেন ৬ গুণের বেশি। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সেচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

চার কারণে বিদেশিরা শেয়ার বিক্রি করে দিচ্ছেন বলে মনে করেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। তারা বলেছেন, প্রধানতম কারণ হলো— মার্কিন (ইউএস) ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন। অর্থাৎ ডলার বাজারের সংকট বা অস্থিরতা কাটছে না।

দ্বিতীয়ত হচ্ছে— দীর্ঘদিন ধরে ফ্লোর প্রাইস আরোপ করা। এর ফলে ভালো কোম্পানির শেয়ার কেনা-বেচা করতে পারছেন না। তবে সুযোগ পেয়ে এখন ব্লক মার্কেটে শেয়ার বিক্রি করে দিচ্ছেন।

তৃতীয় কারণ হলো— ভালো কোম্পানির অভাব, শেয়ারের দাম অতি মূল্যায়নের পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বৈশ্বিক অর্থনীতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতে। এসব কারণে বিদেশিরা শেয়ার বিক্রি করে টাকা হাতে রাখছেন।

বিদেশি বিনিয়োগ কমার বিষয়টি স্বীকার করেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে নতুন করে বিনিয়োগের জন্য চিন্তা করছেন। আশা করছি মার্চ থেকে বিদেশিরা বড় বিনিয়োগ করবেন।

বিএসইসির পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালের ফেব্রুয়ারির পর থেকে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত বিদেশিরা শেয়ার কেনার চেয়ে বিক্রি করেছেন বেশি। তবে ২০২২ সালের নভেম্বর মাসে তার ছন্দপতন হয়েছিল। সেই মাসে শেয়ার বিক্রির চেয়ে বেশি কিনেছেন বিদেশিরা। পুঁজিবাজার সংশ্লিষ্টরাও বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন।

কিন্তু নভেম্বর মাস থেকে আবারও শুরু হয় শেয়ার বিক্রির প্রবণতা। সেই ধারাবাহিকতায় চলতি বছরের জানুয়ারি মাসেও ২১ কোটি টাকার শেয়ার কেনার বিপরীতে বিক্রি করেছেন ১৩৫ কোটি টাকার শেয়ার। অর্থাৎ ৬ গুণের বেশি টাকার শেয়ার বিক্রি করেছেন বিদেশিরা। শেয়ার বিক্রি বাড়লেও আশা জাগিয়েছেন বিনিয়োগকারীরা। বিনিয়োগ বাড়াতে নতুন করে ১২৯টি বিও অ্যাকাউন্ট খুলেছেন তারা। অর্থাৎ পুঁজিবাজারে বিনিয়োগ করবেন বিদেশিরা।

বিএসইসির তথ্য মতে, দেশের পুঁজিবাজারে জানুয়ারি মাসে মোট ২৩ কর্মদিবসে ১১ হাজার ৭২৬ কোটি ৮৪ লাখ ১৪ হাজার ৩২৭ টাকার লেনদেন হয়েছে। তার মধ্যে বিদেশিরা শেয়ার কেনা-বেচা করেছেন ১৭৪ কোটি ৮৪ লাখ ২৯ হাজার ৮৩৫ টাকার। অর্থাৎ মোট লেনদেনের ১ শতাংশের বেশি এসেছে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন থেকে।

এর আগের বছর অর্থাৎ ২০২২ সালের জানুয়ারি মাসে বিদেশিদের শেয়ার কেনা-বেচা বাবদ লেনদেন হয়েছিল ৩৩১ কোটি ৪৬ লাখ ৫৯ হাজার ৯০১ টাকা। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ১৭৪ কোটি ৮৪ লাখ ২৯ হাজার ৮৩৫ টাকা কম লেনদেন হয়েছে। যা আগের বছরের তুলনায় ৫২ দশমিক ৭৫ শতাংশ কমেছে।

তবে এর মধ্যে একটু স্বস্তির খবর হলো— ২০২২ সালের ডিসেম্বর মাসের তুলনায় ২০২৩ সালের জানুয়ারিতে লেনদেন বেড়েছে। ডিসেম্বর মাসে লেনদেন হয়েছিল ১৩৭ কোটি ৬ লাখ ৫ হাজার ১৩৮ টাকা। অর্থাৎ ডিসেম্বর তুলনায় জানুয়ারিতে লেনদেন বেড়েছে ১৪ শতাংশ।

সূত্র মতে, ১৫৬ কোটি টাকার লেনদেনের মধ্যে চলতি বছরের জানুয়ারিতে বিদেশিরা শেয়ার বিক্রি করেছেন ১৩৫ কোটি ৩৬ লাখ টাকার। তার বিপরীতে শেয়ার কিনেছেন মাত্র ২১ কোটি ২৬ লাখ টাকার।

এর আগের বছর অর্থাৎ ২০২২ সালের জানুয়ারি মাসে বিদেশিরা ১৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার কেনার বিপরীতে বিক্রি করেছেন ১৭৭ কোটি ২৭ লাখ টাকা। সেই হিসেবে আগের বছরের তুলনায় ২৩ দশমিক ৬৫ শতাংশ শেয়ার বিক্রি কমেছে।

তবে ২০২২ সালের ডিসেম্বর মাসের তুলনায় ৩৪ কোটি টাকা শেয়ার বিক্রি বেড়েছে। ২০২২ সালের ডিসেম্বর মাসের ৩৬ কোটি ১ লাখ টাকার শেয়ার কেনার বিপরীতে ১০১ কোটি ৪ লাখ টাকার শেয়ার বিক্রি করেছিলেন বিদেশিরা। যা শতাংশের হিসাবে শেয়ার বিক্রি বেড়েছে ৩৩ শতাংশ।

যেসব কোম্পানির শেয়ার বিক্রি করেছেন বিদেশিরা:

টালমাটাল পুঁজিবাজারে বিদেশিরা যেসব কোম্পানির শেয়ার বিক্রি করেছেন তার মধ্যে উল্লেখ্য যোগ্য কোম্পানি হলো— প্রকৌশল খাতের কোম্পানির মধ্যে সিঙ্গার বিডি লিমিটেড। বিদেশিরা গত এক মাসে এই কোম্পানির শেয়ার বিক্রি করেছেন দশমিক ১ শতাংশ। অ্যাপোলো ইস্পাতের শেয়ার বিক্রি করেছেন দশমিক ৮ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেডর শেয়ার বিক্রি করেছেন দশমিক ৬ শতাংশ এবং বিএসআরএম লিমিটেডের শেয়ার বিক্রি করেছেন দশমিক ৪ শতাংশ।

ব্যাংক খাতের কোম্পানির মধ্যে উত্তরা ব্যাংকের শেয়ার বিক্রি করেছেন দশমিক ৬ শতাংশ। ট্রাস্ট ব্যাংকের শেয়ার বিক্রি করেছেন দশমিক ১ শতাংশ। পূবালী ব্যাংকের শেয়ার বিক্রি করেছেন দশমিক ২ শতাংশ। প্রিমিয়ার ব্যাংকের শেয়ার বিক্রি করেছেন দশমিক ১০ শতাংশ। যমুনা ব্যাংকের শেয়ার বিক্রি হয়েছে দশমিক ৪ শতাংশ।

ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রি হয়েছে দশমিক ৩৫ শতাংশ। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের (এক্সিম ব্যাংক) শেয়ার দশমিক ১ শতাংশ, ইবিএলের শেয়ার দশমিক ৩৫ শতাংশ। সিটি ব্যাংকের শেয়ার দশমিক ৮ শতাংশ ও ব্র্যাক ব্যাংকের শেয়ার বিক্রি হয়েছে দশমিক ১৩ শতাংশ।

জানুয়ারি মাসে ওষুধ কোম্পানি রেনেটার দশমিক ৫ শতাংশ শেয়ার বিক্রি করেছেন বিদেশিরা। স্কয়ার ফার্মার শেয়ার বিক্রি করেছেন দশমিক ২০ শতাংশ। বেক্সিমকো ফার্মার শেয়ার বিক্রি করেছেন দশমিক ১ শতাংশ। মেরিকো বাংলাদেশের শেয়ার বিক্রি করেছেন দশমিক ৪ শতাংশ। এছাড়া যোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণ ফোনের শেয়ার বিক্রি করেছেন দশমিক ৯ শতাংশ।

শেয়ার বিক্রির মাসেও বেড়েছে বিদেশিদের বিও হিসাব:

শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্য অনুযায়ী, ২৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি সময়ে বেনিফিশিয়ারি ওনার্স (বিও অ্যাকাউন্টধারী) বিনিয়োগকারী চার হাজার ২৬২টি। এর মধ্যে এক মাসে ১২৯টি বিও বেড়েছে বিদেশি বিনিয়োগকারীদের।

২০২২ সালের শেষ কর্মদিবস অর্থাৎ ২৯ ডিসেম্বর বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১৮ লাখ ৪৪ হাজার ৯১৪টি। এক মাস পর অর্থাৎ ২০২৩ সালের ৩১ জানুয়ারি দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৯ হাজার ১৭৬টি বিও হিসাব। অর্থাৎ ৪ হাজার ২৬২টি বিও বেড়েছে।

সেই সময়ে দেশের পুঁজিবাজারে ১২৯টি বিদেশি বিনিয়োগকারীদের বিও খোলা হয়েছে। সিডিবিএলের তথ্য মতে, ২০২২ সালের ২৯ ডিসেম্বর বিও হিসাব ছিল ৬৩ হাজার ১১৭টি। সেখান থেকে ১২৯টি বিও বেড়ে ৩১ জানুয়ারি দাঁড়িয়েছে ৬৩ হাজার ২৪৬টিতে।

ফ্লোরে আটকে না থাকলে আরও বেশি বিক্রি হতো:

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক ও সাবেক সভাপতি শাকিল রিজভী ঢাকা পোস্টকে বলেন, বিদেশিরা আমাদের উদ্ধার করার জন্য আসে না। তারা বিনিয়োগ করে লাভ করতে আসে। ডলারে মূল্যের অস্থির থাকায় এখন শেয়ার বিক্রি করে অর্থ তুলে নিচ্ছেন।

তিনি বলেন, টাকার মান ঠিক হলেই তারা আবারও পুঁজিবাজারে ফিরতে পারেন। তিনি যৌক্তিকতা তুলে ধরে বলেন, এখন টাকার মান কমে যাওয়ায় ডলার বিক্রি করলেই ১০ টাকা লাভ পাবেন। এখন না বিক্রি করলে দেখা যাবে পরে ডলার প্রতি ২০ শতাংশ মূল্য কমছে। এই জন্যই শেয়ার বিক্রি করছে বিদেশিরা।

ফ্লোর প্রাইস দিয়ে বিদেশিদের আটকিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করে শাকিল রিজভী বলেন, আর্নিং পার শেয়ারের ওপর পিই রেশিও দেখে দেখা যাবে যে শ্রীলঙ্কার শেয়ার সস্তা। কিন্তু দেশটির অর্থনীতির অবস্থার কারণে এখন কেউ শেয়ার কিনছে না।

তিনি বলেন, বাংলাদেশের পুঁজিবাজারের শেয়ারের পিই রেশিও ১৪। সুতরাং এখন যে শেয়ার সস্তা তা নয়, কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত এবং সিঙ্গাপুরে পিই রেশিও দেখলে দেখা যায় অন্যান্য দেশের কাছাকাছি। সুতরাং আমাদের বাজারে শেয়ারের দাম সস্তা নয়। তাই শেয়ার কেনার চেয়ে বিক্রি করছে বেশি।

পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন বলেন, বিদেশিরা সবসময় ভালো মৌলভিক্তি সম্পন্ন কোম্পানিতে বিনিয়োগ করেন। তাদের শেয়ারগুলো এখন ফ্লোরে আটকে আছে। ফ্লোর না থাকলে বিক্রির প্রবণতা আরও বাড়ত।

শেয়ার বিক্রির কারণ হিসেবে তিনি বলেন, যেহেতু ডলারের মূল্য বাড়ছে আর টাকার মূল্য কমছে তাই বিদেশিরা যত দ্রুত পারছে শেয়ার বিক্রি করছেন। যত দ্রুত শেয়ার বিক্রি করতে পারছেন, তত দ্রুত বেশি মুনাফা তুলতে পারছেন। বিদেশিরা এখন শেয়ার বিক্রির মানসিকতায় রয়েছেন। কিন্তু ফ্লোরে থাকায় তারা বিক্রি করতে পারছেন না। যখনই সুযোগ পাচ্ছেন তারা বিক্রি করে দিচ্ছে। কারণ কোয়ালিটি শেয়ার নেই, বাজারে সুশাসন নেই, জবাবদিহিতা নেই। এসব কারণে বিদেশিরা যেকোনো মূল্যে পার্টি অ্যারেঞ্জ করে ব্লকে শেয়ার বিক্রি করে মার্কেট থেকে চলে যাচ্ছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top