Homeকোম্পানি সংবাদরেনেটার সিএফও অবসরে, আসছেন মোস্তফা আলিম আওলাদ

রেনেটার সিএফও অবসরে, আসছেন মোস্তফা আলিম আওলাদ

স্টাফ রিপোর্টার: রেনেটা লিমিটেডের বর্তমান সিএফও খোকন চন্দ্র দাস অবসরে যাচ্ছেন এবং তার পদে যোগদান করবেন মোস্তফা আলিম আওলাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সোমবার এ তথ্য প্রকাশ করেছে।

ডিএসই জানায়, কোম্পানির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) খোকন চন্দ্র দাস ২৮ ফেব্রুয়ারি থেকে অবসর নেবেন। এ স্থানে মোস্তফা আলিম আওলাদ এফসিএ (আইসিএইডব্লিউ) ০১ মার্চ, ২০২৩ থেকে কার্যকরী সিএফও হিসেবে যোগ দেবেন।

এই সিদ্ধান্ত কোম্পানির পর্ষদ সভায় অনুমোদিত হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত