স্টাফ রিপোর্টার: জেনেক্স ইনফোসিস লিমিটেড প্রত্যাশার প্রতিফলন দিচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (০১ মার্চ) ডিএসইতে কোম্পানির ২৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করে শীর্ষে স্থান নিয়েছে।
বুধবার কোম্পানিটির ২৫কোটি ৭৫ লাখ ৯৬৩টি শেয়ার হাতবদল হয়েছে।
১৭ লাখ ৫৭ হাজার ৭৯৫টি শেয়ার হাতবদল করে লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড (বিএসসি)। যার আর্থিক মূল্য ২৩ কোটি ৩১ লাখ টাকা।


লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস। বুধবার কোম্পানির ২০ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এডিএন টেলিকম, সী পার্ল বীচ, জেমিনি সী, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।