Homeআইপিওট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আইপিও আবেদন ৩ এপ্রিল থেকে

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আইপিও আবেদন ৩ এপ্রিল থেকে

স্টাফ রিপোর্টার: ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৩ থেকে ৯ এপ্রিল পর্যন্ত আইপিও আবেদন চলবে বলে কোম্পানির বিশেষ একটি সূত্র বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৫৩ তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়েছে।

কোম্পানিটি নির্ধারিত ১০ টাকা মূল্যে শেয়ার ছেড়ে আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১৬ কোটি টাকা তুলবে। উত্তোলিত অর্থ সরকারি ট্রেজারি বন্ড, শেয়ারবাজারে বিনিয়োগ, এফডিআর বিনিয়োগ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করা হবে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

উল্লেখ্য, শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানির কোন প্রকার ডিভিডেন্ড অনুমোদন, ঘোষণা বা বিতরন করতে পারবেনা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত