Homeকোম্পানি সংবাদজেনেক্স ইনফোসিসের ১১৩ কোটি টাকার শেয়ার লেনদেন

জেনেক্স ইনফোসিসের ১১৩ কোটি টাকার শেয়ার লেনদেন

স্টাফ রিপোর্টার: জেনেক্স ইনফোসিস লিমিটেড গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে প্রায় ১১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ লেনদেন তালিকায় শীর্ষে অবস্থান করছে কোম্পানিটি।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে জেনেক্স ইনফোসিসের মোট ১ কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৫১৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১১২ কোটি ৯৫ লাখ ৩১ হাজার টাকা। গত সপ্তাহের মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৬ দশমিক ৩০ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২ দশমিক ৫৯ শতাংশ।

ডিএসইতে বৃহস্পতিবার দিন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি দর ছিল ৯৫.১০ টাকা।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬১ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪৯ পয়সা। আর সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ২২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২১ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৫১ পয়সায়।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৩ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছিল জেনেক্স ইনফোসিসের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ২ শতাংশ স্টক লভ্যাংশ এরই মধ্যে শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে পাঠিয়েছে কোম্পানিটি। এর বাইরে ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটি।

আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৩৬ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯৩ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৫৩ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮ টাকা ২২ পযসায়।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে জেনেক্স ইনফোসিস। এর মধ্যে ১০ শতাংশ স্টক ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত