Homeফান্ডামেন্টাল ডিটেইলসলেনদেনের ১৪.৪৬ শতাংশই তিন কোম্পানির দখলে

লেনদেনের ১৪.৪৬ শতাংশই তিন কোম্পানির দখলে

স্টাফ রিপোর্টার: সদ্য বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের ১৪.৪৬ শতাংশই করেছে তিন কোম্পানি। কোম্পানিগুলো হলো- জেনেক্স ইনফোসিস লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড এবং আমরা নেটওয়ার্কস লিমিটেড।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে জানা গেছে, বিদায়ী সপ্তাহে খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে আইটি খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২১ শতাংশ অবদান রয়েছে এই খাতে।

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১১২ কোটি ৯৫ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৬.৩০ শতাংশ।

এডিএন টেলিকম লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৯২ কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহে ডিএসই’র মোট লেনদেনের ৫.১৪ শতাংশ।

আমরা নেটওয়ার্কস লিমিটেড তালিকার সপ্তম স্থানে রয়েছে। গত সপ্তাহে কোম্পানিটির ৫৪ কোটি ১৬ লাখ ৩৮ হাজার শেয়ার হাতবদল হয়েছে। যা গত সপ্তাহে ডিএসই’র মোট লেনদেনের ৩.০২ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা, শাইনপুকুর সিরামিকস, জেমিনি সী ফুড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আল-হাজ্ব টেক্সটাইল ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

আইটি খাতের তিন কোম্পানিসহ মাত্র ১০ কোম্পানি বিদায়ী সপ্তাহে ডিএসই’র মোট লেনদেনের ৪০.৬৫ শতাংশ সম্পন্ন করেছে।

গত সপ্তাহে লেনদেনে বেড়েছে

গত সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৭৯৩ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ২৮২ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৯২ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৭০১ কোটি ৪২ লাখ ২১ হাজার টাকার বা ৬৪.২০ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৮ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৩.৭৪ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫ দশমিক ০৫ পয়েন্ট কমে ২ হাজার ২১৬.২৯ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থানন করছে ১ হাজার ৩৫৭.২৯ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে লেনদেনেকৃত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ১১১টির। আর ২০৫টির দাম ছিল অপরিবর্তিত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত