Homeখাতওয়ারী সংবাদচুক্তির আগেই দর বেড়ে ১৪৮ টাকা!

চুক্তির আগেই দর বেড়ে ১৪৮ টাকা!

স্টাফ রিপোর্টার: জেমিনি সি ফুড লিমিটেড জার্মানভিত্তিক ফ্রোজেন ফুড কোম্পানি লেঙ্কের ফ্রোজেন ফুডস (এশিয়া) কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে। এর ফলে জেমিটি সি ফুডের রাজস্ব ৫০ কোটি টাকা বাড়বে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, লেঙ্কের ফ্রোজেন ফুডস কোম্পানির হেড অফিস থাইল্যান্ডে। ৫ মার্চ জেমিনি সি ফুড লিমিটেডের কর্পোরেট অফিস ধানমন্ডিতে কোম্পানি দুটির মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

এদিকে গত দুই মাসে কোম্পানির প্রতি শেয়ারের দর বেড়েছে ১৪৮ টাকা ১০ পয়সা। অর্থাৎ মূল্যসংবেদনশীল এ খবর প্রকাশের আগেই কোম্পানিটির শেয়ার দর বেড়েছে।

চুক্তি অনুযায়ী, জেমিনি সি ফুড লেঙ্কের ফ্রোজেন ফুডসের চিংড়ির কাঁচামাল প্রক্রিয়া করবে। কোম্পানিটি লেঙ্কের কাছ থেকে অগ্রিম ১০০ শতাংশ চিংড়ির মূল্য নেবে। দুই কোম্পানিই চুক্তি অনুযায়ী বিশ্বব্যাপী ব্যবসা সম্প্রসারণের জন্য কাজ করবে।

কোম্পানি আরো জানায়, চিংড়ি রপ্তানির মাধ্যমে জেমিনি সি ফুডের ৫০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব বাড়বে এবং উৎপাদন খরচ কমবে।

ডিএসই সূত্রে জানা যায়, গত জানুয়ারি মাস থেকে জেমিনি সি ফুডের শেয়ার দর ঊর্ধ্বমুখী । চলতি বছরের ৮ জানুয়ারি এ কোম্পানির প্রতি শেয়ারের দর ছিল ৩৪৩ টাকা ৩০ পয়সা। আর গতকাল মঙ্গলবার ৭ মার্চ এ শেয়ারের সর্বশেষ ৪৯১ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। দুই মাসে প্রতি শেয়ারের দর বেড়েছে ১৪৮ টাকা ১০ পয়সা।

৪০ কোটি টাকা অনুমোদিত মূলধনের জেমিনি সি ফুডের পরিশোধিত মূলধন মাত্র ৬ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা। সর্বশেষ ২০২২ সালে সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের মোট ৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৩০ শতাংশ বোনাস লভ্যাংশ।

কোম্পানিটির মোট ৬১ লাখ ৫ হাজার ২০৬টি শেয়ার রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জেমিনি সি ফুডের ৩৩ দশমিক ৬৫ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে, ৭ দশমিক ৬৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে, ০ দশমিক ৩৯ বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৫৮ দশমিক ২৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত জেমিনি সি ফুডের স্বল্পমেয়াদী ঋণ রয়েছে ৬৪ কোটি ৪৭ লাখ ২০ হাজার টাকা। এ ক্যাটাগরির এ কোম্পানির পিই রেশিও (বেসিক ইপিএস) ৩৯ দশমিক ৩৪ ও ডায়লুটেড ইপিএস অনুযায়ী ৫১ দশমিক ১৩।

২০২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, এই কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ টাকা ৩৯ পয়সা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত