সকল মেনু

স্বস্তির সপ্তাহের পর পুঁজিবাজারে বড় পতন

স্টাফ রিপোর্টার: ‘স্বস্তির’ একটি সপ্তাহ পার করে ফের বড় দরপতন হল পুঁজিবাজারে। সিংহভাগ কোম্পানির শেয়ার ‘ফ্লোর প্রাইসে’ আটকে থাকার মধ্যেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হল ২৫ পয়েন্ট। এর মধ্যে আবার একটি কোম্পানির কারণেই সূচকে যোগ হয়েছে ২৬ শতাংশের বেশি।

ফ্লোর প্রাইসের বেশি আছে, এমন কোম্পানিগুলোর মধ্যে ১৭টি ছাড়া সবগুলোর দাম কমেছে রোববার । লেনদেন নেমে এসেছে পাঁচশ কোটি টাকার নিচে।

নতুন সপ্তাহের প্রথম দিন পুঁজিবাজারের এই চিত্র বিনিয়োগকারীদের আর্থিকভাবে আরও ক্ষতিগ্রস্ত করেছে। আগের সপ্তাহে শেয়ারদর বাড়ার পাশাপাশি লেনদেনও বেড়েছিল। বিনিয়োগকারীরা দর বাড়ছে দেখে বিনিয়োগ বাড়িয়েছিলেন। কিন্তু একদিনের পতনেই আটকে গেছেন আবার।

গত সপ্তাহের চার কর্মদিবসে সূচক বেড়েছিল ৪৬ পয়েন্ট। লেনদেন ছাড়িয়েছিল সাতশ কোটি টাকার ঘর। বেশ কিছু কোম্পানির দর ফ্লোর প্রাইস ছাড়িয়ে বেড়ে গিয়েছিল। আর সেই বাড়তি দরে যারা শেয়ার কিনেছেন, তাদের বেশিরভাগেই বিক্রি করার আগেই দর পড়ে গেছে।

আগের সপ্তাহে ২২.৩০ শতাংশ দর বৃদ্ধি পাওয়া লিগ্যাসি ফুটওয়্যারের দর একদিনই কমেছে ৮.০১ শতাংশ। গত সপ্তাহে ১৬ দশমিক ৫৪ শতাংশ বৃদ্ধি পাওয়া ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার দর কমেছে ৬.১৪ শতাংশ।

এদিন ১৭টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধির বিপরীতে দর হারিয়েছে ১৩৯টি। আগের দিনের দরে ফ্লোর প্রাইসে হাতবদল হয়েছে ১৫৫টি কোম্পানি। ৭৯টি কোম্পানির একটি শেয়ারও হাতবদল হয়নি।

গত সপ্তাহে এমনও দিন গেছে যেদিন হাতে গোনা কয়েকটি কোম্পানির শেয়ারের দর কমেছে। বিপরীতে বেড়েছে একশর বেশি কোম্পানির। এক দিনে ৩৪০টি কোম্পানির শেয়ার হাতবদল হতেও দেখা গেছে, রোববার তার নেমে এসেছে ৩১১তে।

লেনদেন নেমেছে ৪৩৩ কোটি ৫৮ লাখ ৩৯ হাজার টাকায়, যা গত পাঁচ কর্মদিবসের সর্বনিম্ন। গত সপ্তাহে লেনদেন ৭২৭ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার পর বিনিয়োগকারীরা আশাবাদী হয়ে উঠেছিলেন।

দরপতনের হারও এদিন ছিল বেশি। লিগ্যাসি ছিল দরপতনের শীর্ষে। ৭ শতাংশের বেশি কমেছে একটি কোম্পানির, ৬ শতাংশের বেশি কমেছে দুটি কোম্পানির, ৫ শতাংশের বেশি কমেছে একটি কোম্পানির আর ৪ শতাংশের বেশি দর কমেছে ১৭টি কোম্পানির।

আরও ২৯টি কোম্পানি ৩ থেকে ৪ শতাংশের মাঝামাঝি, একই পরিমাণ কোম্পানি ২ থেকে ৩ শতাংশের মাঝামাঝি এবং ৩০টি কোম্পানির দর কমেছে এক থেকে ২ শতাংশের মাঝামাঝি।

দরপতনের শীর্ষ ১০ কোম্পানিতে লিগাসি ছাড়াও ছিল প্রগতি লাইফ, ডমিনোজ স্টিল, ইস্টার্ন হাউজিং, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, বিজিআইসি, আনলিমা ইয়ার্ন, জেএমআই হসপিটাল ও ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স।

২৪ দশমিক ৮৫ শতাংশ সূচক কমিয়েছে কেবল ১০টি কোম্পানি। এর মধ্যে সোনালী পেপার ৩.৮৯ পয়েন্ট, সিপার্ল হোটেল ৩.৮২ পয়েন্ট, ইউনিট হোটেল ২.৬৯ পয়েন্ট, বাংলাদেশ শিপিং করপোরেশন ২.৫৬ পয়েন্ট, বসুন্ধরা পেপার ২.৫২ পয়েন্ট, ইস্টার্ন হাউজিং ২.৩১ পয়েন্ট, জেনেক্স ইনফোসিস ২.১২ পয়েন্ট, জেএমআই হসপিটাল ১.৯১ পয়েন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১.৫২ পয়েন্ট এবং ডেল্টা লাইফ সূচক কমিয়েছে ১.৫২ পয়েন্ট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top