Homeকোম্পানি সংবাদলিন্ডে বিডির লভ্যাংশ ঘোষণা

লিন্ডে বিডির লভ্যাংশ ঘোষণা

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারের তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ টাকা ০৪ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৮০ টাকা ৫৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির এনএভি হয়েছে ৩৯৭ টাকা ৪৪ পয়সা।

আগামী ১১ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং আগামী ২ এপ্রিল রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

অপরদিকে লিন্ডে বাংলাদেশের পরিচালনা পর্ষদ গ্যাস ও হার্ড পণ্য ব্যবসা পুর্নগঠন করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি উচ্চ আদালতে এ বিষয়ে একটি খসড়া জমা দিয়েছে।

কোম্পানিটি বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে নতুন ব্যবসা করতে পারবে।কোম্পানিটি আদালত এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সম্মতি পেলে হার্ড পণ্য ব্যবসার জন্য সহযোগী প্রতিষ্ঠান গঠন করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত