সকল মেনু

মাগুরা পেপারকে একীভূত করবে পেপার প্রসেসিং

স্টাফ রিপোর্টার: মাগুরা পেপার মিলস লিমিটেডকে একীভূতকরণের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। এরই মধ্যে তালিকাভুক্ত কোম্পানিটির পর্ষদ এ-সংক্রান্ত স্কিমে অনুমোদন দিয়েছে। এক মূল্যসংবেদনশীল তথ্যে বিষয়টি জানিয়েছে কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানিটি।

তথ্য অনুসারে, এ একীভূতকরণ সম্পন্ন হলে মাগুরা পেপার ও পেপার প্রসেসিংয়ের ব্যবসায় টিকে থাকার সক্ষমতা বাড়বে। এ একীভূতকরণ স্কিমে হাইকোর্টের অনুমোদন চাইবে কোম্পানি দুটি। পরে সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থার আইন পরিপালন সাপেক্ষে এ একীভূতকরণ সম্পন্ন করতে চায় তারা। এ বিষয়ে ব্যাংক, ঋণদাতা ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থারও অনুমোদন নেবে কোম্পানি দুটি।

চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৯ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১২ পয়সা। আর সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৯১ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১ টাকা ৩৩ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩২ টাকা ৫৭ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৫ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছিল পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ঘোষিত ৮ শতাংশ নগদ লভ্যাংশ এরই মধ্যে শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে কোম্পানিটি। আর ঘোষিত ৭ শতাংশ স্টক লভ্যাংশে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অসম্মতি জানিয়েছে।  আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৬২ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩৪ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top