স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের মোট ছয় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ মার্চ। কোম্পানিগুলো হচ্ছে-
সিটি জেনারেল ইন্সুরেন্স: বার্ষিক সাধারণ সভা আগামী ৩০ মার্চ দুপুর ২টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। কোম্পানির রেকর্ড ডেট ছিল ৭ মার্চ। কোম্পানিটি সাড়ে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে।
ওইমেক্স ইলেকট্রোড: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ৩০ মার্চ দুপুর ২টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩০ জুন, ২০২২ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য (স্পন্সর এবং পরিচালক ব্যতীত) ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।
আরএকে সিরামিক্স (বাংলাদেশ): কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ৩০ মার্চ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ১৬ ফেব্রুয়ারি। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।
রেকিট বেনকিজার (বাংলাদেশ): কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ৩০ মার্চ দুপুর ২টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ১৩ মার্চ। কোম্পানিটি ৩১ ডিসেম্বর,২২ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৯৮০ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।
রিলায়েন্স ইন্সুরেন্স: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ৩০ মার্চ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ৬ মার্চ। কোম্পানিটি ৩১ ডিসেম্বর,২২ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।
এস.এস. স্টিল লিমিটেড: বার্ষিক সাধারণ সভা আগামী ৩০ মার্চ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২২ ফেব্রুয়ারি। কোম্পানিটি ৩০ জুন, ২০২২ অর্থবছরের সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ এবং অন্যান্য স্পনসর-পরিচালক ও সকল শেয়ারহোল্ডারদের জন্য ৮ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।