Homeকোম্পানি সংবাদসোমবার থেকে লেনদেনে আসছে মিডল্যান্ড ব্যাংক

সোমবার থেকে লেনদেনে আসছে মিডল্যান্ড ব্যাংক

স্টাফ রিপোর্টার: আইপিও বা প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়া শেষ করার পর লেনদেন শুরু করতে যাচ্ছে মিডল্যান্ড ব্যাংক। দেশের উভয় পুঁজিবাজারে ২৭ মার্চ, সোমবার থেকে লেনদেন করবে ব্যাংকটি।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ও সিএসইর দেয়া তথ্যানুসারে, পুঁজিবাজারে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু হবে প্রতিষ্ঠানটির।

তথ্যে আরো জানা যায়, মিডল্যান্ড ব্যাংকের ট্রেডিং কোড- ‘MIDLANDBNK’। আর, কোম্পানি কোড হলো- ১১১৫৪।

এর আগে মিডল্যান্ড ব্যাংক পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা সংগ্রহের জন্য ৭ কোটি শেয়ার ছেড়ে চলতি বছরের ১৬ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিনিয়োগকারীদের আবেদন গ্রহণ করে। এ সময় ব্যক্তি-প্রাতিষ্ঠানিক এবং দেশি-বিদেশিসহ মোট ১৫ হাজার ৩৩৮টি আবেদন জমা পড়ে ব্যাংটির আইপিওতে।

ব্যাংকটি আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগসহ আইপিও খাতে ব্যয় নির্বাহ করবে।

মিডল্যান্ড ব্যাংকের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত