সকল মেনু

পুঁজিবাজারে সোমবার থেকে নতুন সূচীতে লেনদেন শুরু

স্টাফ রিপোর্টার: মুসলিম জনগোষ্ঠীর পবিত্র সিয়াম বা রোজা উপলক্ষে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করেছে পুঁজিবাজারে লেনদেনের সময়সূচী। সোমবার (২৭ মার্চ) থেকে কার্যকর হয়েছে নতুন এ সময়সূচী।

এ আলোকে দেশের উভয় পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।

এবিষয়ে গত ২০ মার্চ (সোমবার) শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচী সংক্রান্ত একটি চিঠি দুই স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালককে পাঠায় বিএসইসি।

চিঠিতে বলা হয়, রমজানে সকাল ১০টায় লেনদেন শুরু হবে। শেষ ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশনসহ লেনদেন চলবে দুপুর দেড়টা পর্যন্ত।

আর, রমজান শেষে আগের নিয়মে অর্থাৎ, সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে পুঁজিবাজারে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top