স্টাফ রিপোর্টার: বস্ত্র খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি অনুমোদিত মূলধন বাড়াবে। তবে, এর জন্য প্রতিষ্ঠানটির প্রয়োজন হবে রেজিস্টার অব জয়েন্ট স্টকের অনুমোদন।
কোম্পানির পর্ষদ সভায় অনুমোদিত মূলধন বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বুধবার (২৯ মার্চ) ডিএসই সূত্রে জানা গেছে।
তথ্যানুসারে, প্রতিষ্ঠানটি অনুমোদিত মূলধনের পরিমাণ ৩৫ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকায় উন্নীত করবে।
তমিজউদ্দিন টেক্সটাইলের সর্বশেষ প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৭২ পয়সা।
শেয়ারমার্কেটে ১৯৯২ সালে তালিকাভুক্ত তমিজউদ্দিন টেক্সটাইলের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩০ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকা। আর, প্রতিষ্ঠানটির রিজার্ভে রয়েছে ২৩১ কোটি ৫৫ লাখ টাকা।
প্রতিষ্ঠানটির মোট শেয়ারসংখ্যা ৩ কোটি ৬৪ হাজার ৭৬৭টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে ৬১ দশমিক ২৩ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে রয়েছে শূন্য দশমিক ২৬ শতাংশ শেয়ার। বাকি ৩৮ দশমিক ৫১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।