সকল মেনু

পর্ষদ সভার দিনক্ষণ নির্ধারণ আইডিএলসি ও প্রাইম ব্যাংকের

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বোর্ড মিটিংয়ের তারিখ জানিয়েছে। বোর্ড মিটিংয়ে প্রতিষ্ঠান দু’টির সমাপ্ত সময়ের নীরিক্ষিত এবং অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি লভ্যাংশ ও ইপিএস প্রকাশ করা হবে। এ দুই প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- আইডিএলসি ফাইন্যান্স ও প্রাইম ব্যাংক লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বৃহস্পতিবার (৩০ মার্চ) এ তথ্য জানা গেছে।

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড: প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আগামী ৬ এপ্রিল দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। সভায় প্রতিষ্ঠানটির ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। প্রতিষ্ঠানটির পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করবে।

প্রতিষ্ঠানটি ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল শেয়ারহোল্ডারদের।

প্রাইম ব্যাংক লিমিটেড: প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আগামী ৫ এপ্রিল, দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। প্রতিষ্ঠানটির পর্ষদ এই প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করবে।

আগের বছর শেয়ারহোল্ডারদের ১৭ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top