Homeঅর্থনীতিশনিবার থেকে রপ্তানি আয়ে ১০৫ টাকা প্রতি ডলার

শনিবার থেকে রপ্তানি আয়ে ১০৫ টাকা প্রতি ডলার

স্টাফ রিপোর্টার: ডলারের দাম আরো এক টাকা বাড়িয়ে রপ্তানি আয়ের ক্ষেত্রে ১০৫ টাকা করা হয়েছে। এর আগে ডলারপ্রতি ১০৪ টাকা পেতেন রপ্তানিকারকরা। তবে, ব্যাংকিং বা বৈধ চ্যানেলে প্রবাসী শ্রমিকরা রেমিট্যান্স পাঠালে প্রতি ডলারে পাবেন ১০৭ টাকা। সঙ্গে পাবেন সরকারের আড়াই শতাংশ প্রণোদনাও। শনিবার, ১ এপ্রিল থেকে ডলারের নতুন এ দাম কার্যকর হয়েছে।

ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) বৃহস্পতিবার (৩০ মার্চ) অনুষ্ঠিত যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বাফেদা চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. আফজাল করিম, এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেনসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে আফজাল করিম বলেন, আজকের যৌথ সভায় রপ্তানি আয়ে ডলারের দাম এক টাকা বাড়িয়ে পুনঃনির্ধারণ করা হয়েছে। এখন থেকে রপ্তানি আয়ের বিপরীতে প্রতি ডলারে ১০৫ টাকা দেয়া হবে। আর রেমিট্যান্সে আগের মত ১০৭ টাকা পাবেন প্রবাসীরা।

তিনি বলেন, নির্ধারিত রেটেই সবাই ডলার কিনবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এরপরেও কেউ বেশি দামে ডলার নিলে আমাদের কিছু করার নেই। বিষয়টি দেখভাল করার দায়িত্ব নিয়ন্ত্রণ সংস্থা কেন্দ্রীয় ব্যাংকের। তবে, সুনির্দিষ্ট প্রমাণ পেলে তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

প্রসঙ্গত, দেশে ডলার-সংকট শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই। সংকট নিরসনে শুরুতে ডলারের দাম বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। এতে হিতের বিপরীতে ডলারের বাজারে সৃষ্টি হয় অস্থিরতা। এমন অবস্থায় গত বছরের সেপ্টেম্বরে ডলারের দাম নির্ধারণে এবিবি ও বাফেদার ওপর দায়িত্ব দেয় কেন্দ্রীয় ব্যাংক। দায়িত্বপ্রাপ্ত হয়ে সংগঠন দু’টি যৌথভাবে ডলারের সর্বোচ্চ দাম নির্ধারণ করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত