স্টাফ রিপোর্টার: পর্ষদ ঘোষিত সাউথবাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক লিমিটেডর বোনাস শেয়ার লভ্যাংশ দেয়ার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে সোমবার (৩ এপ্রিল) এ তথ্য প্রকাশ করা হয়েছে।
সাউথবাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক: ব্যাংকটির পরিচালনা পর্ষদ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ এবং ১ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।
ইউনিয়ন ব্যাংক: ব্যাংকটির পরিচালনা পর্ষদ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।
লভ্যাংশ ঘোষণার পর, নিয়ম অনুসারে বোনাস শেয়ারে অনুমোদনের জন্য বিএসইসির কাছে আবেদন করেছিল ব্যাংক দু’টি। আবেদনের প্রেক্ষিতে এ দুই প্রতিষ্ঠানকে বোনাস শেয়ার লভ্যাংশ দেয়ার অনুমোদন দিয়েছে বিএসইসি।
প্রবিধান অনুযায়ী, বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। যেকারণে, বোনাস শেয়ার ঘোষণার পর ব্যাংক দু’টি তা বিতরণে নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে। এরপর, নিয়ন্ত্রক সংস্থা এ দুই ব্যাংককে বোনাস লভ্যাংশ বিতরণে সম্মতি দেয়।
বোনাস লভ্যাংশ বিতরণে ব্যাংক দু’টির রেকর্ড ডেট পরবর্তীতে ঘোষণা করার কথা জানায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।