সকল মেনু

৪ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

স্টাফ রিপোর্টার: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪ হাজার ২৫২ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১১টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে বৈদেশিক ঋণ থেকে ব্যয় মেটানো হবে ৬০৭ কোটি ৪৫ লাখ টাকা। আর, সরকারি তহবিল থেকে পাওয়া যাবে ৩ হাজার ৬৪৫ কোটি ২১ লাখ টাকা।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভাশেষে প্রকল্পগুলোর সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলন করেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান ও প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকারসহ কমিশনের সচিবরা এসময় উপস্থিত ছিলেন।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ঢাকা সিএমএইচ এ ক্যানসার সেন্টার নির্মাণ, ঢাকা শহর সন্নিকটবর্তী এলাকায় ১০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন, ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা নির্মাণ, বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন, ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি অ্যাসিসটেন্স প্রজেক্ট, জামালপুর জেলার পল্লি অবকাঠামো উন্নয়ন, ওয়াশ সেক্টর স্ট্রেনদেনিং অ্যান্ড স্যানিটেশন (সানমাকর্স) ডেভেলপমেন্ট প্রজেক্ট ইন বাংলাদেশ, মোংলা বন্দর চ্যানেলের ইনার বারে ড্রেজিং প্রকল্প, ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়ক ও সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রকল্প।

এরমধ্যে- ঢাকা সিএমএইচ এ ক্যানসার সেন্টার নির্মাণ প্রকল্পে ২৪৬ কোটি টাকা, ঢাকা শহর সন্নিকটবর্তী এলাকায় ১০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পে ৭৬ কোটি ৯৪ লাখ টাকা, ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা নির্মাণ প্রকল্পে ১৩১ কোটি ৯১ লাখ টাকা,  বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পে ২১১ কোটি ৩২ লাখ টাকা, ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি অ্যাসিসটেন্স প্রজেক্ট প্রকল্পে ৩০০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

আবার, জামালপুর জেলার পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ১ হাজার ১২৫ কোটি টাকা,  ওয়াশ সেক্টর স্ট্রেনদেনিং অ্যান্ড স্যানিটেশন (সানমাকর্স) ডেভেলপমেন্ট প্রজেক্ট ইন বাংলাদেশ প্রকল্পে ১৫৬ কোটি ২৫ লাখ টাকা,  ক্লাইমেট রেজিলেন্ট সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন অ্যান্ড হাইজিন প্রজেক্ট ইন বাংলাদেশ প্রকল্পে ২৭৪ কোটি ৪৮ লাখ টাকা এবেং মোংলা বন্দর চ্যানেলের ইনার বারে ড্রেজিং প্রকল্পে ১৯৮ কোটি ৫৪ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

আার, বাকি অর্থায়ন ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়ক ও সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প এবং সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রকল্পের জন্য অনুমোদিত হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top