স্টাফ রিপোর্টার: ওষুধ ও রসায়ন খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান কার্যালয় এবং নিবন্ধিত অফিস নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে। পাশপাশি, কোম্পানি-সচিব হিসেবে এস ফযসাল আালীকে নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বুধবার (৫ এপ্রিল) এ তথ্য জানা গেছে।
ডিএসইতে দেয়া তথ্যানুসারে, ইমাম বাটনের প্রধান কার্যালয় এবং নিবন্ধিত অফিসের ঠিকানা পরিবর্তন করা হয়েছে। প্রতিষ্ঠানটির নতুন ঠিকানা হলো- জামান কোর্ট, ৪৫, দিলকুশা সি/এ, ৮ম তলা, ঢাকা- ১০০০।
আর, চলতি এপ্রিল মাসের ১ তারিখ থেকে কার্যকর হয়েছে প্রতিষ্ঠানটিতে সম্প্রতি নিয়োগ পাওয়া সচিবের পদমর্যাদা।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি (২০২৩) রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যথাক্রমে- অধ্যাপক মোহাম্মদ সগির হোসেন খন্দকার এবং এ এস এম হাসিব হাসানকে নির্বাচিত করে।