সকল মেনু

বোর্ড মিটিংয়ের সময় পরিবর্তন পূবালী ব্যাংকের

স্টাফ রিপোর্টার: ব্যাংকিং খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেড বোর্ড মিটিংয়ের সময় পরিবর্তন করেছে। নতুন সূচী অনুযায়ী, ১৩ এপ্রিল দুপুর আড়াইটায় বৈঠক অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠানটির।

ঢাকা স্টক এক্সচেঞ্জ ( ডিএসই) সূত্রে বহস্পতিবার (৬ এপ্রিল) এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, বোর্ড মিটিংয়ে ৩১ ডিসেম্বর- ২০২২ সমাপ্ত হিসেব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে ১৩ এপ্রিল দুপুর ২টায় বৈঠক আহ্বান করেছিল পূবালী ব্যাংক। পরে তা পরিবর্তন করে একইদিন দুপুর আড়াইটায় বৈঠক আহ্বান করা হয়েছে।

পর্ষদের অনুমোদনের পর প্রকাশ করা হবে পূবালী ব্যাংক লিমিটেডের বৈঠক-পরবর্তি প্রতিবেদন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top