সকল মেনু

শেষ হলো ট্রাস্ট ইসলামী লাইফের আইপিও আবেদনের সময়

স্টাফ রিপোর্টার: ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনের সময়-সীমা আজ রোববাার (৯ এপ্রিল) শেষ হয়েছে। গত ৩ এপ্রিল, সোমবার থেকে শুরু হয়েছিল কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ।

এরে আগে, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৫৩ তম কমিশন-সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়েছে।

কোম্পানিটি নির্ধারিত ১০ টাকা মূল্যে শেয়ার ছেড়ে আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১৬ কোটি টাকা তুলবে। উত্তোলিত অর্থ সরকারি ট্রেজারি বন্ড, শেয়ারবাজারে বিনিয়োগ, এফডিআরে বিনিয়োগ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে প্রতিষ্ঠানটি।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

উল্লেখ্য, শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার ডিভিডেন্ড অনুমোদন, ঘোষণা বা বিতরণ করতে পারবেনা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top