স্টাফ রিপোর্টার: ভিন্ন ভিন্ন খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০টি কোম্পানি পর্ষদ সভার (বোর্ড মিটিং) দিনক্ষণ ঘোষণা করেছে। পর্ষদ সভা ঘোষণাকারী কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সাভার রিফ্যাক্ট্ররিজ লিমিটেড, ট্রাস্ট ব্যাংক, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।
তালিকায় আরো রয়েছে-, বিবিএস ক্যাবলস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস), জেনারেশন নেক্সট, ইস্টার্ণ হাউজিং লিমিটেড, গ্লোবাল ইসলামী ব্যাংক, কপারটেক ইন্ডাস্ট্রিজ ও ক্রিষ্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে মঙ্গলবার (১১ এপ্রিল) এ তথ্য জানা গেছে।
সাভার রিফ্যাক্ট্ররিজ লিমিটেড: প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আগামী ১৭ এপ্রিল (সোমবার), দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
বৈঠকে ৩১ মার্চ-২০২৩, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে প্রতিষ্ঠানটি। পর্ষদের অনুমোদনের পর প্রকাশ করা হবে এ প্রতিবেদন।
ট্রাস্ট ব্যাংক লিমিটেড: প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আগামী ১৭ এপ্রিল (সোমবার), দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
বৈঠকে ৩১ ডিসেম্বর-২০২২, সমাপ্ত হিসেব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে প্রতিষ্ঠানটি।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের পাশাপাশি, বৈঠকে ৩১ মার্চ-২০২৩, সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটি। পর্ষদের অনুমোদনের পর প্রকাশ করা হবে নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর-২০২১, সমাপ্ত হিসেব বছর শেয়ারহোল্ডারদের সাড়ে ২২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড: প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আগামী ১৫ এপ্রিল (শনিবার), দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
বৈঠকে ৩১ মার্চ-২০২৩, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে প্রতিষ্ঠানটি। পর্ষদের অনুমোদনের পর প্রকাশ করা হবে এ প্রতিবেদন।
বিবিএস ক্যাবলস লিমিটেড: প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আগামী ১৭ এপ্রিল (সোমবার), বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
বৈঠকে ৩১ মার্চ-২০২৩, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে প্রতিষ্ঠানটি। পর্ষদের অনুমোদনের পর প্রকাশ করা হবে এ প্রতিবেদন।
বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) লিমিটেড: প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আগামী ১৭ এপ্রিল (সোমবার), বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
বৈঠকে ৩১ মার্চ-২০২৩, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে প্রতিষ্ঠানটি। পর্ষদের অনুমোদনের পর প্রকাশ করা হবে এ প্রতিবেদন।
জেনারেশন নেক্সট লিমিটেড: প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আগামী ১৭ এপ্রিল (সোমবার), ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
বৈঠকে ৩১ মার্চ-২০২৩, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে প্রতিষ্ঠানটি। পর্ষদের অনুমোদনের পর প্রকাশ করা হবে এ প্রতিবেদন।
ইস্টার্ণ হাউজিং লিমিটেড: প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আগামী ১৭ এপ্রিল (সোমবার), ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
বৈঠকে ৩১ ডিসেম্বর-২০২৩, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে প্রতিষ্ঠানটি। পর্ষদের অনুমোদনের পর প্রকাশ করা হবে এ প্রতিবেদন।
এ ছাড়াও, গ্লোবাল ইসলামী ব্যাংকের ১৮ এপ্রিল দুপুর ২টায়, কপারটেক ইন্ডাস্ট্রিজের ১৫ এপ্রিল দুপুর ৩টায় এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১৭ এপ্রিল দুপুর ২টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।