সকল মেনু

নতুন নামে আইএফআইসি ব্যাংক, শেয়ারদরে উন্নতি নেই

স্টাফ রিপোর্টার: ব্যাংকিং খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইএফআইসি ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এতে ১২ এপ্রিল, বুধবার থেকে নতুন নামে অর্থাৎ, ‘আইএফআইসি ব্যাংক পিএলসি’ নামে স্টক মার্কেটে লেনদেন শুরু হয় প্রতিষ্ঠানটির।

ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে আইএফআইসি ব্যাংকের নাম পরিবর্তনের বিষয়টি জানা গেছে।

তথ্যানুসারে, প্রতিষ্ঠানটি এর আগের পর্ষদ সভায় ইন্টারন্যাশনাল ফিন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের পরিবর্তে, ‘আইএফআইসি ব্যাংক পিএলসি’ রাখার সিদ্ধান্ত নেয়। নাম পরিবর্তন ছাড়া প্রতিষ্ঠানটির বাকি বিষয় অপরিবর্তিত রয়েছে।

অপরদিকে, বিগত ৫ মাস ধরে আইএফআইসি ব্যাংকের শেয়ারদরে কোন পরিবর্তন দেখা যাচ্ছেনা। কোম্পানির শেয়ারদরের গ্রাফ বিশ্লেষণ অনুযায়ী- গত বছরের ১৩ নভেম্বর এর দর ১১ টাকা ৫০ পয়সায় নেমে আসে। ১২ এপ্রিল-২২০২৩ পর্যন্ত শেয়ারটির দরের কোন পরিবর্তন হয়নি। তবে, চলতি বছরের ১৭ জানুয়ারি, মাত্র ১ কর্মদিবস শেয়ারদর ১০ পয়সা বেড়ে ১১ টাকা ৬০ পয়সায় উন্নীত হয়।

এর আগে গত বছরের ১২ সেপ্টেম্বর শেয়ারটির সর্বশেষ দর বা ক্লোজিং প্রাইস ছিল ১৩ টাকা ৯০ পয়সা। ১৩ নভেম্বর পর্যন্ত ২ টাকা ৪০ পয়সা কমে এর দর ১১ টাকা ৫০ পয়সায় নেমে এসেছে। দীর্ঘ সময় ধরে শেয়ারটির দর আর সরল রেখা ছেড়ে উঠে দাঁড়াচ্ছেনা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top