সকল মেনু

বছরে ৭ কোটি ৭৮ লাখ টাকার রাজস্ব আয় বাড়বে জেনেক্সের

স্টাফ রিপোর্টার: ব্যবসার পরিধি বাড়ছে তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডের। আয়ারল্যান্ডভিত্তিক আইটি প্রতিষ্ঠান হোয়ালকো টেকনোলজি লিমিটেডের কৌশলগত অংশীদার হিসেবে কাজ করবে কোম্পানিটি।

হোয়ালকো টেকনোলজির সাথে কাজ করলে জেনেক্স বছরে আরো ৭ কোটি ৭৮ লাখ টাকা রাজস্ব আয় করবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

এ বিষয়ে সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে অবস্থিত জেনেক্স ইনফোসিসের কার্যালয়ে প্রতিষ্ঠান দু’টির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

চুক্তি অনুসারে,হোয়ালকো টেকনোলজিকে কনটেন্ট ও ডাটা সংক্রান্ত বিভিন্ন সেবা দেবে জেনেক্স।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top