স্টাফ রিপোর্টার: দেশের উভয় পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) আগামী ১৯ এপ্রিল, বুধবার থেকে ৫ দিনের ছুটিতে থাকবে। এরমধ্যে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) রয়েছে ২ দিন। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ছুটি ঘোষণা করায় এ সিদ্ধান্ত নিয়েছে উভয় স্টক এক্সচেঞ্জ।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, দুই দিনের সাপ্তাহিক ছুটিসহ ঈদুল ফিতরে ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত (চাঁদ দেখা সাপেক্ষে) মোট পাঁচ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার। এ সময় লেনদেন হবেনা কোন সিকিউরিটিজের।
পরদিন ২৪ এপ্রিল থেকে আগের নিয়মে চলবে পুঁজিবাজার। তবে, ৩০ রোজা পূর্ণ হলে ছুটি আরো ১দিন বাড়বে। সেক্ষেত্রে ২৫ এপ্রিল থেকে পুঁজিবাজারে শুরু হবে লেনদেন।