স্টাফ রিপোর্টর: ওষুধ ও রসায়ন খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড সর্বশেষ ৩১ মার্চ-২০২৩ হিসাববছরের জন্য নতুন করে আর কোনো লভ্যাংশ দেবেনা। তবে, এর আগে ৪৫০ ও ৩০০ শতাংশ মিলে প্রতিষ্ঠানটির দুই দফায় ঘোষিত ৭৫০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশকে চূড়ান্ত লভ্যাংশ হিসেবে ঘোষণা করেছে ম্যারিকো।
প্রতিষ্ঠানটির বৃহস্পতিবারের (২৭ এপ্রিল) পর্ষদ সভায় আলোচ্য সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
তথ্যানুসারে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১২২ টাকা ৯৩ পয়সা। আগের বছরের একই সময়ে ১১২ টাকা ৮২ পয়সা ইপিএস ছিল প্রতিষ্ঠানটির।
ম্যারিকো বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুলাই। তবে, এ সংক্রান্ত রেকর্ড-ডেট এখনো জানায়নি প্রতিষ্ঠানটি।