সকল মেনু

ব্যাংকিং খাতের ১০ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা

স্টাফ রিপোর্টার: ব্যাংকিং খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০টি প্রতিষ্ঠান গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশ ঘোষণাকারী এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- আইএফআইসি ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

আইএফআইসি ব্যাংকসহ গ্লোবাল ইসলামী ব্যাংকের বৃহস্পতি ও শনিবারের (২৭ ও ২৯ এপ্রিল) এবং বাকি ব্যাংকগুলোর রোববারের (৩০ এপ্রিল) পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

আইএফআইসি ব্যাংক পিএলসি: প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের নগদ আড়াই ও স্টক আড়াইসহ ৫ শতাংশ লভ্যাংশ দেবে। অর্থাৎ, শেয়ারহোল্ডারা প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে নগদ ২৫ পয়সা লভ্যাংশ পাবেন।

এ সময় আইএফআইসি ব্যাংকের শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৯৩ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিলো ১ টাকা ৪২ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস হয়েছে ১৮ টাকা ৮২ পয়সা।

আগামী ২২ জুন-২০২৩, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৫ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

আইএফআইসি ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২১ হিসাব বছর শেয়ারহোল্ডারদের কেবল ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।

গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড: প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের নগদ ৫ ও স্টক ৫ মিলে ১০ শতাংশ লভ্যাংশ দেবে। অর্থাৎ, শেয়ারহোল্ডারা প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে নগদ ৫০ পয়সা লভ্যাংশ পাবেন।

এ সময় গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ২ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিলো ১ টাকা ৪০ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস হয়েছে ১৩ টাকা ৭৯ পয়সা।

আগামী ২৫ জুলাই-২০২৩, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৩০ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

প্রিমিয়ার ব্যাংক লিমিটেড: প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের নগদ সাড়ে ১২ ও স্টক সাড়ে ৭ মিলে ২০ শতাংশ লভ্যাংশ দেবে। অর্থাৎ, শেয়ারহোল্ডারা প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে নগদ ১ টাকা ২৫ পয়সা লভ্যাংশ পাবেন।

এ সময় প্রিমিয়ার ব্যাংকের শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ৩ টাকা ৪২ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিলো ২ টাকা ৮৬ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস হয়েছে ২১ টাকা ৬৪ পয়সা।

আগামী ১৪ জুন-২০২৩, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৩ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

প্রিমিয়ার ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২১ হিসাব বছর শেয়ারহোল্ডারদের নগদ সাড়ে ১২ ও স্টক ১০ মিলে সাড়ে ২২ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড: প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের নগদ সাড়ে ১০ ও স্টক ২ মিলে ১২ শতাংশ লভ্যাংশ দেবে। অর্থাৎ, শেয়ারহোল্ডারা প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে নগদ ১ টাকা লভ্যাংশ পাবেন।

এ সময় মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ২ টাকা ১৭ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিলো ৩ টাকা ২৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস হয়েছে ২৩ টাকা ৭১ পয়সা।

আগামী ২৪ জুন-২০২৩, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৩ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

মার্কেন্টাইল ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২১ হিসাব বছর শেয়ারহোল্ডারদের নগদ সাড়ে ১২ ও স্টক ৫ মিলে সাড়ে ১৭ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

সাউথইস্ট ব্যাংক লিমিটেড: প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের নগদ ৬ ও স্টক ৪ মিলে ১০ শতাংশ লভ্যাংশ দেবে। অর্থাৎ, শেয়ারহোল্ডারা প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে নগদ ৬০ পয়সা লভ্যাংশ পাবেন।

এ সময় সাউথইস্ট ব্যাংকের শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৪২ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিলো ১ টাকা ৪৪ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস হয়েছে ২৪ টাকা ৮৭ পয়সা।

আগামী ৫ জুলাই-২০২৩, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৭ জুন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

সাউথইস্ট ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২১ হিসাব বছর শেয়ারহোল্ডারদের নগদ ৮ ও স্টক ৪ মিলে সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

ঢাকা ব্যাংক লিমিটেড: প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের নগদ ৬ ও স্টক ৬ মিলে ১২ শতাংশ লভ্যাংশ দেবে। অর্থাৎ, শেয়ারহোল্ডারা প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে নগদ ৬০ পয়সা লভ্যাংশ পাবেন।

এ সময় ঢাকা ব্যাংকের শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৭৬ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিলো ২ টাকা ২৫ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস হয়েছে ২২ টাকা ৬৫ পয়সা।

আগামী ১৮ জুন-২০২৩, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২২ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

ঢাকা ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২১ হিসাব বছর শেয়ারহোল্ডারদের নগদ ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

আলআরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড: প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের নগদ ১২ ও স্টক ৩ মিলে ১৫ শতাংশ লভ্যাংশ দেবে। অর্থাৎ, শেয়ারহোল্ডারা প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে নগদ ১ টাকা ২০ পয়সা লভ্যাংশ পাবেন।

এ সময় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৯৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিলো ১ টাকা ৯৬ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস হয়েছে ২২ টাকা ৭৫ পয়সা।

আগামী ১৬ আগস্ট-২০২৩, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১২ জুন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২১ হিসাব বছর শেয়ারহোল্ডারদের নগদ ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড: প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের নগদ আড়াই ও স্টক আড়াই মিলে ৫ শতাংশ লভ্যাংশ দেবে। অর্থাৎ, শেয়ারহোল্ডারা প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে নগদ ২৫ পয়সা লভ্যাংশ পাবেন।

এ সময় স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৬ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিলো ৭৩ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস হয়েছে ১৬ টাকা ৬৭ পয়সা।

আগামী ২৬ জুন-২০২৩, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৫ জুন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

স্ট্যান্ডার্ড ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২১ হিসাব বছর শেয়ারহোল্ডারদের নগদ ৩ ও স্টক ৩ মিলে ৬ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

ইউনিয়ন ব্যাংক লিমিটেড: প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের নগদ ৫ শতাংশ লভ্যাংশ দেবে। অর্থাৎ, শেয়ারহোল্ডারা প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে নগদ ৫০ পয়সা লভ্যাংশ পাবেন।

এ সময় ইউনিয়ন ব্যাংকের শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিলো ১ টাকা ৫৬ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস হয়েছে ১৫ টাকা ৮২ পয়সা।

আগামী ১৫ জুন-২০২৩, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৪ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

ইউনিয়ন ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২১ হিসাব বছর শেয়ারহোল্ডারদের নগদ ৫ ও স্টক ৫ মিলে ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

এনআরবিসি ব্যাংক লিমিটেড: প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের নগদ সাড়ে ৭ ও স্টক সাড়ে ৪ মিলে ১২ শতাংশ লভ্যাংশ দেবে। অর্থাৎ, শেয়ারহোল্ডারা প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে নগদ ৭৫ পয়সা লভ্যাংশ পাবেন।

এ সময় এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ২ টাকা ৪৪ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিলো ২ টাকা ৮৫ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস হয়েছে ১৬ টাকা ৭৩ পয়সা।

আগামী ১৯ জুন-২০২৩, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৫ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

এনআরবিসি ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২১ হিসাব বছর শেয়ারহোল্ডারদের নগদ সাড়ে ৭ ও স্টক সাড়ে ৭ মিলে সাড়ে ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top