Homeকোম্পানি সংবাদসোমবার থেকে বন্ধ হলো সাভার রিফ্র্যাক্টরিজের লেনদেন

সোমবার থেকে বন্ধ হলো সাভার রিফ্র্যাক্টরিজের লেনদেন

স্টাফ রিপোর্টার: বিবিধ খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেডের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চিঠির প্রেক্ষিতে আজ সোমবার (৮ মে) থেকে প্রতিষ্ঠানটির লেনদেন বন্ধ রাখা হয়েছে।

কোম্পানির লেনদেন বন্ধের বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার (৭ মে) তথ্য প্রকাশ করা হয়েছে।

তথ্যানুযায়ী, সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেডের প্রস্তাবিত এক্সিট প্ল্যানের জন্য প্রদত্ত মৌলিক সম্মতির উপর অনুমোদন দিয়েছে বিএসইসি। গতকাল ৭ মে, এ সংক্রান্ত একটি চিঠি দেয় বিএসইসি।

বিএসইসি কর্তৃক ২০২০ সালের ২৮ ডিসেম্বর জারিকৃত নির্দেশনা মোতাবেক পুঁজিবাজারে লেনদেন বন্ধ রাখতে হবে সাভার রিফ্র্যাক্টরিজকে।

প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার পূর্বে গতকাল ডিএসইতে সর্বশেষ ২১৫ টাকা ৫০ পয়সা দরে শেয়ার লেনদেন করেছে সাভার রিফ্র্যাক্টরিজ। এরপর, কবে নাগাদ শেয়ারটির লেনদেন শুরু হবে অথবা, আদৌ লেনদেন হবে কি-না, তা বলা মুশকিল, -মন্তব্য বাজার বিশেষজ্ঞদের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত