সকল মেনু

ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশনের জন্য আল-মদিনার ত্রিপাক্ষিক চুক্তি

স্টাফ রিপোর্টার: এসএমই খাতে দীর্ঘমেয়াদী অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পাওয়া আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আবেদন শুরু হয়েছে গত ৭ মে, রোববার সকাল ১০টায়। চলবে ১১ মে (বৃহস্পতিবার) পর্যন্ত।

এ আলোকে আল-মদিনার সাথে ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়েছে।

রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ডিএসই টাওয়ারে সোমবারের (৮ মে) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন- ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, সিএসই’র ডেপুটি ম্যানেজার মো. জাহিদুল ইসলাম এবং আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন পাটোয়ারী।

ডিএসই, সিএসইসহ আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং প্রতিষ্ঠানটির ইস্যুয়ার প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৫ কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। গত ৭ মে শুরু হওয়া প্রতিষ্ঠানটির আবেদন গ্রহণ পর্ব চলবে আগামী ১১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা।

কোম্পানিটির কিউআইওতে বিএসইসির গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৮৫৪তম কমিশন সভায় অনুমোদন দেয়া হয়।

আল-মদিনা ফার্মাসিউটিক্যালস কিউআইওর মাধ্যমে পুঁজি উত্তোলন করে বিদ্যমান ব্যবসা প্রসারিতকরণ, ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২১ সালের ১ জুলাই থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৩০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য বা এনএভিপিএস পুনঃমূল্যায়ন সহ ২১ টাকা ৬৫ পয়সায় দাঁড়িয়েছে। আর, পুনঃমূল্যায়ন ছাড়া দাঁড়িয়েছে ১২ টাকা ৬৩ পয়সায়।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী, এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ হতে পরবর্তী ৩ বছর কোন বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না কোম্পানিটি।

আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top