স্টাফ রিপোর্টার: শেয়ারহোল্ডারদের কাছে নগদ লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে ব্যাংকিং খাতে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইউনিয়ন ব্যাংক লিমিটেড। ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাববছরের জন্য এ লভ্যাংশ পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে বুধবার (১০ মে/২০২৩) এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, আলোচ্য সময়ে ইউনিয়ন ব্যাংক নগদ ৫ ও স্টক ৫ মিলে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। আর, ঘোষিত লভ্যাংশ বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে ২০২১ হিসাববছর ১০ শতাংশ লভ্যাংশ দিলেও ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাববছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ইউনিয়ন ব্যাংক।