সকল মেনু

এমবিএল মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

স্টাফ রিপোর্টার: এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছেে। গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ফান্ডের ইউনিটধারীদেরকে ৪.২৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে। অর্থাৎ ইউনিট প্রতি ৪২ পয়সা লভ্যাংশ পাবেন ফান্ডটির ইউনিটধারীরা।

সোমবার (১৫ মে) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত  আর্থিক প্রতিবেদন  পর্যালোচনার পর লভ্যাংশের এই সিদ্ধান্ত হয়েছে।

সম্পদ ব্যবস্থাপক এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ৪২ পয়সা। আগের বছর একই সময়ে  ইপিএস হয়েছিল ১ টাকা।

ঘোষিত লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে ৫ জুন রেকর্ড তারিখ ঘোষণা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top