সকল মেনু

১১ প্রতিষ্ঠানের মুনাফায় অবনতি

সিনিয়র রিপোর্টার: চলতি বছরের জানুয়ারি থেকে মার্চে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১ প্রতিষ্ঠানের মুনাফায় অবনতি হয়েছে। এসব প্রতিষ্ঠান হলো- সাউথ ইস্ট ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, আইডিএলসি ফাইন্যান্স, মিডল্যান্ড ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স।

১১টি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়।

ইউনাইটেড ইন্স্যুরেন্স
ডিএসই জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ২২ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ৩১ পয়সা।

ইসলামী ইন্স্যুরেন্স
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ৬১ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ৭১ পয়সা।

প্রগতি ইন্স্যুরেন্স
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ১ টাকা ২৫ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ১ টাকা ২৭ পয়সা।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ৭৪ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ৮৬ পয়সা।

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ৫২ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ৭৪ পয়সা।

সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ১৭ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ২২ পয়সা।

মিডল্যান্ড ব্যাংক
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ২৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ৩০ পয়সা।

সাউথ ইস্ট ব্যাংক
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ১ টাকা ১৯ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ১ টাকা ২৬ পয়সা।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ১৯ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ৪৮ পয়সা।

সেন্ট্রাল ইন্স্যুরেন্স
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ৫১ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ৬৮ পয়সা।

আইডিএলসি ফাইন্যান্স
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ৮৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ১ টাকা ১৬ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top