স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শিপিং কর্পোরেশনের(বিএসসি) লিমিটেডের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির আয় গত বছরের তুলনায় কিছুটা বেড়েছে।
কোম্পানি সূত্রে জানা যায়, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ৩১ পয়সা।
সর্বশেষ ৯ মাসে (জুলাই,২২-মার্চ’২৩) কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৪৯ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১১ টাকা ৫৯ পয়সা।