Homeকোম্পানি সংবাদবন্ডে ৫০০ কোটি টাকা তুলতে চায় ওয়ান ব্যাংক

বন্ডে ৫০০ কোটি টাকা তুলতে চায় ওয়ান ব্যাংক

স্টাফ রিপোর্টার: বন্ড ইস্যু করে ৬০০ কোটি টাকা মূলধন সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক লিমিটেড। এটি হবে ব্যাংকটির ৫ম সাব-অর্ডিনেটেড বন্ড।

বৃহস্পতিবার (২৫ মে) ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৩৫৮তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, ৫০০ কোটি টাকার এই সাব-অর্ডিনেটেড বন্ডের মেয়াদ ৭ বছর। এর সুদের হার হবে ভাসমান। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ করা হবে।

বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা ব্যাংকটি তার এডিশনাল টায়ার মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত