প্রকাশ : মে ২৬, ২০২৩ , ১২:৩৭ অপরাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: বন্ড ইস্যু করে ৬০০ কোটি টাকা মূলধন সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক লিমিটেড। এটি হবে ব্যাংকটির ৫ম সাব-অর্ডিনেটেড বন্ড।
বৃহস্পতিবার (২৫ মে) ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৩৫৮তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, ৫০০ কোটি টাকার এই সাব-অর্ডিনেটেড বন্ডের মেয়াদ ৭ বছর। এর সুদের হার হবে ভাসমান। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ করা হবে।
বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা ব্যাংকটি তার এডিশনাল টায়ার মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে।
শেয়ার করুন-
প্রকাশ : মে ২৬, ২০২৩ , ১২:৩৭ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।