প্রকাশ : মে ২৮, ২০২৩ , ৭:১৫ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৯ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা কোম্পানিগুলো হচ্ছে- প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, ঢাকা ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিট্যাল, সোনারবাংলা ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, আরএসআরএম স্টিল লিমিটেড।
সূত্র মতে, রোববার বেলা ১২টা ১৯ মিনিট পর্যন্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের স্ক্রিনে ১ লাখ ৭২ হাজার ৬৩৩টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৪ টাকা দরে লেনদেন হয়।
একই সময়ে মেঘনা পেটের স্ক্রিনে ২৯ হাজার ৫৪৯টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
এ সময়ে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, ঢাকা ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিট্যাল, সোনারবাংলা ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, আরএসআরএম স্টিলের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।
শেয়ার করুন-
প্রকাশ : মে ২৮, ২০২৩ , ৭:১৫ পূর্বাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।