স্টাফ রিপোর্টার: আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দাম কারণ ছাড়াই লাফিয়ে বাড়ছে। মাত্র সাত দিনে শেয়ার প্রতি দাম বেড়েছে ২৪ টাকা ৫০ পয়সা। দাম বাড়ার বিষয়টি কারসাজি সন্দেহে দেখছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
প্রায় ১০ মাস ফ্লোর প্রাইসে আটকে থাকার পরে হঠাৎ করে কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। তবে দর বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল আছে কিনা জানতে চেয়ে কোম্পানিকে চিঠি দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।
তার উত্তরে কোম্পানির পক্ষ থেকে ৬ জুন ডিএসই কর্তৃপক্ষকে জানিয়েছে, অস্বাভাবিকভাবে দাম বাড়ার পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।
ডিএসইর তথ্য মতে, ২০২২ সালের ৭ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে আটকা পড়ে। ওই দিন শেয়ার মূল্য ছিল ৫৩ টাকা ৪০ পয়সা। গত ২৫ মে কোম্পানিটির শেয়ার ৫৩ টাকা ৪০ পয়সা ছিল। অর্থাৎ ফ্লোর প্রাইসে আটকা ছিল।
তবে তারপর থেকে শেয়ারটির দাম বাড়তে থাকে। মাত্র আট দিনে ২৪ টাকা ৫০ পয়সা বেড়ে গতকাল মঙ্গলবার কোম্পানির শেয়ারটির সর্বশেষ লেনদেন হয়েছে ৭৭ টাকা ৯০ পয়সাতে।
ফলে ৪৪ কোটি ২৫ লাখ ২০ হাজার টাকার কোম্পানির বাজার মূল্যও ২৩৬ কোটি ৩০ লাখ ৩৯ হাজার ১২৪ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৪৩ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ৫১৪ টাকা।
অর্থাৎ কোম্পানিটির ৪ কোটি ৪২ লাখ ৫১ হাজার ৬৬৯টি শেয়ারহোল্ডারদের মুনাফা হয়েছে ১০৭ কোটি ৮ লাখ ৯০ হাজার ৩৮৯ টাকা।
২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানির অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সর্বশেষ ২০২২ সালে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগের বছর ২০২১ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।