স্টাফ রিপোর্টার: ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১৫ দশমিক ৯৭ শতাংশ কমেছে। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে জানা গেছে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির মোট ৫ কোটি ৮০ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৬ টাকা ২ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ৩১ টাকা ১২ পয়সা।
আর সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৭ টাকা ৭০ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ৩৯ টাকা ৭৯ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ২ পয়সায়।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য সাড়ে ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ন্যাশনাল টির পর্ষদ। কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৪ টাকা ৪৭ পয়সা এবং আগের হিসাব বছরে এ লোকসান ছিল ৩১ টাকা ৬৮ পয়সা।
৩০ জুন, সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে কোম্পানিটি তাদের শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩১ টাকা ৬৮ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ৫৫ টাকা ৭১ পয়সা।
সম্প্রতি ন্যাশনাল টি কোম্পানির পরিশোধিত মূলধন বাড়ার পরিকল্পনায় সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিদ্যমান বিনিয়োগকারীদের মধ্যে সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে এ মূলধন বাড়ানো হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।