Homeখাতওয়ারী সংবাদঋণ পরিশোধে নাভানা ফার্মা বন্ডে তুলবে ১৫০ কোটি টাকা

ঋণ পরিশোধে নাভানা ফার্মা বন্ডে তুলবে ১৫০ কোটি টাকা

স্টাফ রিপোর্টার: ব্যাংক ঋণ পরিশোধে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড পাঁচ বছর মেয়াদী বন্ডের মাধ্যমে বাজার থেকে দেড়শ কোটি টাকা তুলতে চায়। ওষুধ ও রসায়ন খাতের এ কোম্পানির ২৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে নাভানা ফার্মা।

জানা যায়, পর্ষদ সভায় নাভানা ফার্মাসিউটিক্যালস বন্ড থেকে ১৫০ কোটি টাকা উত্তোলনের জন্য সিদ্ধান্ত হয়। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ করা হবে।

বন্ডটি হবে আনসিকিউড পারটিকুলারলি কনভারটেবল অ্যান্ড রিডেমেবল বন্ড। অর্থাৎ বন্ডটি হবে আংশিক রূপান্তরোযোগ্য। একইসঙ্গে মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ অবসায়ন হবে।

মেয়াদী বন্ডটি হবে কুপনযুক্ত। আর এর সুদের হার হবে ভাসমান। প্রতি ৬ মাস পর পর বন্ডধারীকে প্রাপ্য সুদ প্রদান করা হবে।

বন্ড ইস্যুর বিষয়ে শেয়ারহোল্ডারদের মতামত নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ জুলাই। ওই দিন দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমে ঘোষিত ইজিএম অনুষ্ঠিত হবে। এই ইজিএমে যোগদানের যোগ্যতা নির্ধারণে আগামী ৫ জুলাই রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

কোম্পানির অনুমোদনের পর চূড়ান্ত অনুমোদন দেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটি বিএসইসিতে আবেদন করবে, তারও আগে প্রয়োজন হবে কোম্পানির শেয়ারহোল্ডারদের সম্মতি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত