সকল মেনু

দুই ব্যাংকের লভ্যাংশ অনুমোদন

স্টাফ রিপোর্টার: দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন, ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ৭ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদিত হয়েছে। গতকাল বুধবার (১৪ জুন) ডিজিটাল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।

এজিএমে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান মঈন ইকবালসহ ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সংসদ সদস্য বি এইচ হারুন, সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, এম ইমরান ইকবাল (চেয়ারম্যান রিস্ক ম্যানেজমেন্ট কমিটি), শফিকুর রহমান, জামাল জি আহমেদ, নাহিয়ান হারুন, স্বতন্ত্র পরিচালক নব গোপাল বণিক, কাইজার এ চৌধুরী, বিকল্প পরিচালক এ এইচ এম ফেরদৌস, কনসালট্যান্ট এম শহীদুল ইসলাম, কোম্পানি সচিব মো. আকরাম হোসেন ও উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সভায় ২০২২ সালের বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন পরিসংখ্যান উপস্থাপন করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম।

মার্কেন্টাইল ব্যাংকের পর্ষদ সভা

মার্কেন্টাইল ব্যাংক :

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ ভার্চুয়াল সভায় ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের ব্যালেন্স শিট ও ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদিত হয়। যার ১০ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ ডিভিডেন্ড।

এজিএমে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সংসদ সদস্য মোরশেদ আলম। স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ২ দশমিক ১৭ টাকা। আলোচ্য সময়ে ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ দশমিক ৭১ টাকা ও নিট অপারেটিং ক্যাশফ্লো হয়েছে ৪ দশমিক ৭৩ টাকা।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম ও মো. আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম আমানউল্লাহ, অডিট কমিটির চেয়ারম্যান ড. গাজী মোহাম্মদ হাসান জামিল, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম এ খান বেলাল, পরিচালক আকরাম হোসেন (হুমায়ুন) ও মোশাররফ হোসেন।

আরো ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, সিএফও তাপস চন্দ্র পাল, কোম্পানি সেক্রেটারি আবু আসগার জি হারুনীসহ উদ্যোক্তা ও শেয়ারহোল্ডাররা।

সভায় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক আদিল রায়হান, হাসনে আলম ও মু. মাহমুদ আলম চৌধুরী, এসইভিপি অসীম কুমার সাহা, শাহ মো. সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top