স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি পর্ষদ সভা স্থগিত করেছে। পর্ষদ সভার নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো হলো-পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড।
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড : কোম্পানিটির পর্ষদ সভা ২৫ জুন, বিকাল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবারয কারণে পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ সমাপ্ত প্রান্তিকের সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।
স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড : কোম্পানিটির পর্ষদ সভা ২৪ জুন, সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ সমাপ্ত প্রান্তিকের সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা তা প্রকাশ করা হবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছিল ১ টাকা ৩৩ পয়সা।