প্রকাশ : জুলাই ৬, ২০২৩ , ১১:২৭ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের পুনঃবিনিয়োগযোগ্য “পুঁজিবাজারের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল” থেকে ২০ কোটি টাকা ঋণ অনুমোদন করেছে। বুধবার, ৫ জুলাই প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট ও আইসিবি’র মধ্যে ঋণ চুক্তিটি আইসিবি, বিডিবিএল ভবনে অনুষ্ঠিত হয়।
চুক্তিতে সই করেন প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের চেয়ারম্যান সি,কিউ,কে মুস্তাক আহমেদ এবং প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পিবিআইএলের পরিচালক হাসান ও রশিদ । আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) খন্দকার রায়হান আলী, এফসিএ।
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ’র (আইসিবি) পক্ষ থেকে আবু তাহের মোহাম্মদ আহমেদ উর রহমান, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব); মোঃ আনোয়ার শামীম, মহাব্যবস্থাপক, হিসাব ও অর্থব্যবস্থা; মোঃ কোরবান আলী, বিশেষ তহবিল ব্যবস্থাপনা ইউনিটের উপ-মহাব্যবস্থাপক এবং মোঃ ফারুক আলম, উপ-মহাব্যবস্থাপক অনুষ্ঠানে লিগ্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড ডকুমেন্টেশন বিভাগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শেয়ার করুন-
প্রকাশ : জুলাই ৬, ২০২৩ , ১১:২৭ পূর্বাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।