সকল মেনু

সিডিবিএলের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করল বিএসইসি

স্টাফ রিপোর্টার: সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশের (সিডিবিএল) বিরুদ্ধে সার্ভার থেকে তথ্য পাচার ও জাল সার্টিফিকেট দিয়ে চাকরির অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির পরিচালক মোহাম্মদ আবুল হাসান স্বাক্ষরিত নির্দেশনা সংক্রান্ত একটি চিঠি গত তিন জুলাই ইস‍্যু করা হয়েছে।

চারজনকে তদন্ত কমিটির সদস্য রাখা হয়েছে। তার মধ্যে সুপারভাইজ করবেন বিএসইসির পরিচালক মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার। তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির উপ-পরিচালক বনি ইয়ামিন খান, সহকারী পরিচালক মোহাম্মদ দস্তগীর হোসাইন, সাজ্জাদ হোসাইন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপক দীন ইসলাম মোল্লা।

আদেশে বলা হয়, সার্ভার থেকে তথ্য পাচার ও জাল সার্টিফিকেট দিয়ে চাকরির অভিযোগের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিএসইসির দৃস্টিগোচর হয়েছে। পুঁজিবাজারের উন্নয়নে এবং বিনিয়োগকারীদের স্বার্থে কমিশন বিষয়টি তদন্ত করার প্রয়োজন মনে করছে। এমতাবস্থায় ডিপজিটরি আইন, ১৯৯৯ এর ১৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত বছরের ১৪ই নভেম্বর একটি জাতীয় দৈনিকে শেয়ারের তথ্য পাচার ও জাল সনদ : চাকরিচ্যুত ৬ সিন্ডিকেটে জিম্মি সিডিবিএল শীর্ষক প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top