Homeকোম্পানি সংবাদফু-ওয়াং ফুডের দৌড় থামল

ফু-ওয়াং ফুডের দৌড় থামল

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার অবশেষে যেন থেমেছে ফু-ওয়াং ফুডের দৌড়।  শেয়ারটির দর ৩ টাকা ৫০ পয়সা বা ৮.০৫ শতাংশ কমে দরপতনের শীর্ষে রয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটি সর্বশেষ ৪০ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৩ হাজার ৫১৯ বারে ১৩ হাজার ৫১৯টি শেয়ার লেনদেন করেছে।

প্রসঙ্গত, গত ২ জুলাই থেকে শেয়ারটির দর ধারাবাহিকভাবে বাড়ছে। এর মধ্যে মাত্র একদিন শেয়ারটির দর কমেছে। আর শেয়ারটি প্রতিদিনই টপটেন গেইনার তালিকার শীর্ষে ছিল।

রূপালী লাইফ ইন্স্যুরেন্স লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। শেয়ারটির দর ১৫ টাকা ১০ পয়সা বা ৭.৩৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৯০ টাকা দরে লেনদেন হয়।

লিবরা ইনফিউশন লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। শেয়ারটির দর  ৫১ টাকা ৫০ পয়সা বা ৬.৬২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭২৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতনে থাকা তালিকায় অন্য কোম্পানিগুলো হচ্ছে- সেন্ট্রাল ফার্মা, শ্যামপুর সুগার, লুবরেফবিডি, ফু-ওয়াং সিরামিকস, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত