সকল মেনু

ইফাদ অটোসের ১০ হাজার গাড়ি উৎপাদনের মাইলফলক অতিক্রম

স্টাফ রিপোর্টার: ইফাদ অটোস লিমিটেড তাদের নিজস্ব কারখানায় অশোক লেল্যান্ড ব্র্যান্ডের ১০ হাজার গাড়ি উৎপাদনের মাইলফলক অতিক্রম করেছে। এ উপলক্ষে রবিবার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন কারখানায় অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় উৎপাদন কার্যক্রম উদযাপন করা হয়।

ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু উৎসবের উদ্বোধন করেন। এ সময় ইফাদ অটোস লিমিটেডের ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ, তাসকিন আহমেদ, তাসফিন আহমেদ এবং অশোক লেল্যান্ডের ইন্ডিয়া ও বাংলাদেশ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কারখানাটিতে ভারতের অশোক লেল্যান্ড ব্র্যান্ডের বিভিন্ন মডেলের এসি, নন-এসি বাস, ট্রাক, কাভার্ড ভ্যান তৈরি হচ্ছে। বেসরকারি উদ্যোগে এটি দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক গাড়ি তৈরির কারখানা।

২০১৭ সালের শুরুতে ভারতের অশোক লেল্যান্ডের কারিগরি সহযোগিতায় ইফাদ অটোস লিমিটেড কারখানাটিতে গাড়ি উৎপাদন কার্যক্রম শুরু করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top