সকল মেনু

এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ নিয়ে ষড়যন্ত্র

স্টাফ রিপোর্টার: জাপানি বিনিয়োগে ঘুরে দাঁড়ানো পুঁজিবাজারে তালিকাভুক্ত এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। একটি মৃতপ্রায় কোম্পানিকে নতুন ব্যবস্থাপনা ও বিনিয়োগের মাধ্যমে যখন স্বাভাবিক উৎপাদনে ফিরিয়ে আনা হয়েছে, ঠিক সে সময় একটি মহল কোম্পানিটির ভাবমূর্তি ও শেয়ার দরে নেতিবাচক প্রভাব তৈরি করতে মিথ্যা সংবাদ প্রকাশ করছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।

এমারাল্ড অয়েল অধিগ্রহণকারী মিনোরি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন বলেন, একটি মৃতপ্রায় কোম্পানিকে বাণিজ্যিক উৎপাদনে ফিরিয়ে আনা ও শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণায় একটি পক্ষ হিংসাত্মক মনোভাব নিয়ে বিভ্রান্তিমূলক সংবাদ ছড়াচ্ছে এবং শেয়ারহোল্ডারদের ক্ষতির চেষ্টা করছে। আমরা এ ধরনের পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানাই। এ ছাড়া বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছি।

প্রসঙ্গত, এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়ে একটি অনলাইন পোর্টাল ১৯ জুলাই ‘নিলামে উঠছে এমারাল্ড অয়েল, কোন পথে যাবে বিনিয়োগকারীরা!’ শীর্ষক সংবাদ প্রকাশ করে, যা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। এমারাল্ড অয়েল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, পোর্টালটির প্রতিবেদক তথ্যের যাচাই-বাছাই ছাড়াই সংবাদ প্রকাশ করেন, যা কোম্পানির ভাবমূর্তি নষ্ট করেছে।

কোনো প্রতিষ্ঠান কোম্পানির কোনো সম্পত্তি নিলামে তুলছে না। এমন সংবাদ বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। প্রতিবেদক একটি কুচক্রীমহলের তথ্যের ওপর ভিত্তি করে কর্তৃপক্ষের সঙ্গে কথা না বলেই সংবাদটি প্রকাশ করেন। সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এমারাল্ড কর্তৃপক্ষ।

সংবাদ বিজ্ঞপ্তিতে এমারাল্ড অয়েল কর্তৃপক্ষ তাদের বক্তব্যে জানায়, বেসিক ব্যাংক ও কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে পাঁচ বছর আগে দেশ ত্যাগ করেছে কোম্পানিটির সাবেক পরিচালনা পর্ষদ। পাঁচ বছর ধরে কোম্পানিটির উৎপাদন ও অন্যান্য কার্যক্রম বন্ধ থাকার পর কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডারদের কথা বিবেচনায় নিয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি মিনোরি বাংলাদেশকে ২০২১ সালে এর দায়িত্ব তুলে দেয়।

পাশাপাশি সাবেক অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলামকে চেয়ারম্যান করে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় কোম্পানিটিতে। এর ধারাবাহিকতায় মিনোরি বাংলাদেশ দায়িত্ব পাওয়ার পর এমারাল্ড অয়েলকে উৎপাদনে ফিরিয়ে আনে। পাশাপাশি গত ছয় বছরের এজিএম সম্পন্ন করে। সাধারণ শেয়ারহোল্ডারদের মধ্যে ২০২১-২২ হিসাববছরে ২ শতাংশ লভ্যাংশ অনুমোদন করে। এ ছাড়া ২০২২-২৩ হিসাববছরের জন্য অন্তর্বর্তী ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করা হয়েছে।

এমারাল্ডের দায়িত্ব পাওয়ার পর নতুন বোর্ড বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে। এসব প্রতিষ্ঠানে ঋণের সুদ মওকুফ চেয়ে আসল টাকা পরিশোধের জন্য লিখিতভাবে আবেদন করে। এতে একটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান সম্মতি জ্ঞাপন করে। বেসিক ব্যাংকে ঋণের সুদ মওকুফ চেয়ে চিঠি দেয় এমারাল্ড অয়েল। সে কপিও কর্তৃপক্ষের হাতে রয়েছে। অথচ যাচাই-বাছাই ছাড়াই মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়।

এদিকে সংবাদের একটি অংশে বলা হয়েছে, এমারাল্ড অয়েলের ফ্যাক্টরিতে ৭০ জন কর্মচারী ঠিকভাবে কাজ করতে পারে না। প্রকৃতপক্ষে, এমারাল্ডের ফ্যাক্টরিতে স্থায়ী ১০৫ জন স্থায়ী ও ৩০০ জন অস্থায়ী শ্রমিক রয়েছে। এ ছাড়া ১৬-১৮ ঘণ্টা চলমান থাকে। সংবাদের একটি অংশে বলা হয়েছে, গাজীপুর থেকে ধানের কুঁড়া সংগ্রহ করা হয়। গাজীপুর থেকে কোনো ধানের কুঁড়া সংগ্রহ করা হয় না। কোম্পানির এনলিস্টেড এমন কোনো পার্টি নেই।

সংবাদের আরেকটি অংশে বলা হয়েছে, ভারতে স্পন্দন তেল দেওয়া হয়। আসলে ভারতে কোনো পার্টির কাছে কোম্পানি তেল বিক্রি করে না। পাশাপাশি ব্যাংক এশিয়ার কাছে কোম্পানির জমি বন্ধক থাকার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয় এবং ব্যাংক ঋণ শোধের ব্যাপারে মিনোরি বাংলাদেশ উদ্যোগ গ্রহণ করে।

এ ছাড়া বেসিক ব্যাংকের সঙ্গে কয়েকটি চিঠি চালাচালি হয় এমারাল্ড কর্তৃপক্ষের। বেসিক ব্যাংকের ঋণের বিষয়ে ব্যাংকটির সঙ্গে এমারাল্ড অয়েল কর্তৃপক্ষ ঋণ পুনঃতফসিল করার জন্য আলোচনায় বসে। এ উদ্যোগে সহযোগিতা করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। কিন্তু একটি অনলাইন পোর্টাল এসব তথ্য না জেনেই মনগড়া সংবাদ প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে এমারাল্ড অয়েল কর্তৃপক্ষ জানিয়েছে, ঋণ পরিশোধে বেসিক ব্যাংকের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। বেসিক ব্যাংকের ঋণ নিয়ে কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য পরিচালকের বিরুদ্ধে মামলা আদালতে চলমান রয়েছে। সাবেক পরিচালনা পর্ষদ ঋণের টাকা পরিশোধ না করে দেশত্যাগ করেছে। এমন অবস্থায় জাপানি বিনিয়োগকারী মিনোরি বাংলাদেশ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে ঋণ পরিশোধের বিষয়ে আলোচনা করছে। কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানকে ঋণের টাকা পরিশোধ করেছে মিনোরি বাংলাদেশ।

এমারাল্ড অয়েলের রাইস ব্র্যান তেল জাপানে রপ্তানির প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে তারা। কোম্পানির এমন উন্নতি সাধনে হিংসাবশীভ‚ত হয়ে একটি মহল সাংবাদিকদের ভিত্তিহীন তথ্য দিয়ে এমন হীন সংবাদ প্রকাশ করিয়েছে। এ ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এমারাল্ড কর্তৃপক্ষ। পাশাপাশি ভবিষ্যতে এমন ভিত্তিহীন সংবাদ প্রকাশ করলে শেয়ারহোল্ডারদের স্বার্থে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top