Homeঅর্থনীতিজাতীয় শোক দিবস পালনে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

জাতীয় শোক দিবস পালনে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং খাতে জাতীয় শোক দিবস পালন করতে নির্দেশনা দিয়েছে। বৃহস্পতিবার, ২০ জুলাই বাংলাদেশ ব্যাংক থেকে এ সম্পর্কিত সার্কুলার জারি করে সকল বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ১৫ আগস্ট, ২০২৩ ব্যাংক ভবনসমূহে (নিজস্ব/ভাড়া) জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে; ১ আগস্ট থেকে মাসব্যাপী কালো ব্যাজ ধারণ; ব্যাংক ভবনসমূহে (নিজস্ব/ভাড়া) জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ ব্যানার/ফেস্টুন স্থাপন এবং ১৫ আগস্ট তারিখে শ্রদ্ধা নিবেদন করতে হব এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় শোক দিবস পালনের বিষয় আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করে গুরুত্বসহকারে আলোচনাপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপরে ১৫ আগস্ট বা সুবিধাজনক তারিখ ও সময়ে আলোচনা সভার আয়োজন করতে হবে; স্বীয় প্রতিষ্ঠানের সক্ষমতা বিবেচনাপূর্বক অসহায় ও দরিদ্রদের মাঝে মানবিক সহায়তা/খাদ্য সহায়তা সামগ্রী প্রদান করতে হবে; ব্যাংকের নিজস্ব কর্মপরিকল্পনা অনুযায়ী নিজ কার্যালয়ে বা সুবিধাজনক স্থানে বৃক্ষরোপণ ও তা সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বৃক্ষরোপণের আহবান জানিয়ে গ্রাহকদের মোবাইল ফোনে ক্ষুদে বার্তা প্রেরণ করতে হবে; নিজস্ব ডিজিটাল ডিসপ্লে বোর্ড থাকলে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র/ ভাষণ প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আয়োজিত সকল অনুষ্ঠানের আলোকচিত্র ধারণ করে তা ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে প্রদর্শন নিশ্চিত করতে হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত